ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় সীরাত প্রতিযোগিতা সম্পন্ন করে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের হল রুমে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক মোছাদ্দিকুল আলমের সভাপতিত্বে ও ফিল্ড অফিসার মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক ড. হাফেজ মো. খায়রুল আনাম, নীলফামারী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের মো. ওমর ফারুক, নীলফামারী আলীয়া মাদরাসার ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মুহিব্বুল ইসলাম, টুপামারী ফাজিল মাদরাসার প্রভাষক মো. রাজিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন যে, সীরাত প্রতিযোগিতার মাধ্যমে নবী করীম (সা.) এর জীবনী সম্পর্কে জানাতে ও আদর্শ জীবন গড়তে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নীলফামারী জেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
জেলা পর্যায়ে দুটি গ্রুপে মোট ছয়জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ, বই প্রদান করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক।
কেকে/এএম