পাবনার ভাঙ্গুড়ায় এম.কে এন্টারপ্রাইজ নামে একটি দুগ্ধ চিলিং সেন্টারে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় চিলিং সেন্টার থেকে কস্টিক সোডা, চিনি, সয়াবিন তেল ও লবণ জব্দ করা হয়।
মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১০টায় উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ছোট বিশাকোল এলাকায় এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভাঙ্গুড়ার ছোট বিশাকোল হাইস্কুল সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড ওবদাবাঁধে (এম.কে এন্টারপ্রাইজ) নামে একটি দুগ্ধ চিলিং সেন্টারে শ্রী সঞ্জয় কুমার ও নাজমুল হোসেন দীর্ঘ দিন ধরে কেমিক্যাল দিয়ে নকল দুধ তৈরি করে আসছিল। মঙ্গলবার রাতে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম সেখানে অভিযান চালায়।
এ সময় সেখান থেকে ৫০ কেজি চিনি, ১৩৫ লিটার সয়াবিন তেল, ১৫ কেজি লবন ও দুই কেজি কস্টিক সোডা জব্দ করে। একই সাথে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। এর আগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে প্রায় ৭৫০টি দুগ্ধ খামার রয়েছে। উপজেলায় পাঁচটি দুগ্ধ সংগ্রহ ও বিপণন কেন্দ্রের ২৮টি শীতলীকরণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রাণ কম্পানির ২১টি দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র রয়েছে।
এ ছাড়া ব্র্যাকের তিনটি, আকিজের দুটি, মিল্ক ভিটার একটি ও বারো আউলিয়ার একটি কেন্দ্র রয়েছে। উৎপাদিত দুধের ৭৫ শতাংশ এসব প্রতিষ্ঠান সংগ্রহ করে। বাকি ২৫ শতাংশের বেশির ভাগ দুধ স্থানীয় ব্যবসায়ীরা শীতলীকরণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত এজেন্টের মাধ্যমে বিক্রি করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোছা. নাজমুন নাহার বলেন, খাদ্যে ভেজাল মেশানো দণ্ডনীয় অপরাধ। বিষয়টি কঠোরভাবে দেখা হবে। কোনোভাবেই এসব অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
কেকে/এএম