বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      
দেশজুড়ে
হত্যা মামলার সাক্ষী হওয়ায় ইউপি সদস্যের পা ভেঙে দিল বিএনপি কর্মীরা
মো. মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট)
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ২:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হত্যা মামলার সাক্ষী হওয়ায় জয়পুরহাটে ইউপির সদস্য নুরনবী মন্ডলকে রাস্তায় অতর্কিত হামলা করে পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠেছে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াকুব আলী ও তার কর্মীদের বিরুদ্ধে। গত ৫ আগস্টের পর তার কাছে ১০ লাখ টাকা চাঁদাও দাবি করা হয়েছে। সেই টাকা না দেওয়ায় তাকে এভাবেই উচিত শিক্ষা দেওয়ারও অভিযোগ ওঠেছে।

সোমবার (৫ মে) বিকাল সাড়ে ৪টার দিকে জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ম্যাড়েরপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, ফেরদাউস হত্যা মামলায় বিএনপি নেতা ইয়াকুব আলীর ভাই আসামি হয়েছে। ওই মামলায় নুরনবী সাক্ষী। তাই গত ৫ আগস্টের পর বিএনপি নেতা ইয়াকুব আলী তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই টাকা না দেওয়ায় আজ তাকে হত্যার উদ্দেশ্যে লোকজন দিয়ে মারপিট করে পা ভেঙে পুকুরে ফেলে দিয়েছে। তবে ইয়াকুব আলী এমন অভিযোগ অস্বীকার করেছেন।

আহত নুরনবী মন্ডল বিয়ালা গ্রামের ওসমান গনি মন্ডলের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং মাত্রাই ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের নভেম্বর মাসে বিয়ালা এলাকার ধুনট পুকুরে ক্ষেতলাল উপজেলার হোপ গ্রামের ফেরদাউস নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলায় আসামি হয় বিএনপি নেতা ইয়াকুব আলীর ছোট ভাই রেজাউল ইসলাম। আর সেই মামলার সাক্ষী হন আহত নুরনবী মন্ডল।

গত ৫ আগস্টের পর ইয়াকুব আলী ওই মামলার জের ধরে সাক্ষী নুরনবীর নিকট থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। এরই জের ধরে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ইউনিয়ন পরিষদের কাজ সেরে মোটরসাইকেল যোগে নুরনবী মন্ডল বিয়ালা বাজারে যাওয়ার সময় বিএনপি নেতা ইয়াকুব আলীর ছোট ভাই রেজাউল ইসলাম, মাত্রাই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, বিএনপি কর্মী তাজমহল, রেজাউল করিম, জনাব আলী, আব্দুল করিমসহ ১৫/২০ জন মিলে দেশি অস্ত্রসহ তার মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি মারপিট করতে থাকে।

একপর্যায়ে তারা নুরনবীর হাত ও পা ভেঙে গুঁড়িয়ে দেয়। এরপর তারা নুরনবীকে রাস্তা থেকে টেনে এনে পুকুরে ফেলে চলে যায়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে রাত ৯টার দিকে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আহত নুরনবীর স্ত্রী রোজিনা বেগম বলেন, ফেরদাউস হত্যার সাক্ষী ছিলেন আমার স্বামী। আর ওই মামলার আসামি ছিলেন বিএনপি নেতা ইয়াকুব আলীর ছোট ভাই রেজাউল ইসলাম। সাক্ষী হওয়ার কারণে ইয়াকুব আলী গত ৫ আগস্টের পর আমাদের বাড়ি-ঘরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এরপর তিনি ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আজ আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে আসার পথে রেজাউল ও যুবদল নেতা আব্দুর রাজ্জাকসহ ওরা সবাই মিলে মারপিট করে হাত-পা ভেঙে পুকুরে ফেলে গেছে। তিনি আরো বলেন, ইয়াকুব আলী একজন কুখ্যাত লোক। কিছুদিন আগেও তিনি বিয়ালাসহ বিভিন্ন গ্রামে লুটপাট ও ভাঙচুর করেছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি করছি।  

অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াকুব আলী বলেন, নুরনবীকে মারপিটের বিষয়ে শুনেছি, তবে কে বা কারা মারপিট করেছে তা আমার জানা নেই। তবে নুরনবী আমার ছোট ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষী রয়েছে।    

কালাই থানার ইন্সপেক্টর তদন্ত এসএম কামাল হোসাইন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

কেকে/এএস
 




মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ
জাকসু নির্বাচনে শিবিরের নেতৃত্বে প্যানেল ঘোষণা
ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
বিদ্যুতের তার যেন চড়ুই পাখির অভয়াশ্রম

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close