বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি      মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ      ভারতে আ.লীগের কার্যক্রম বন্ধের আহ্বান, অভিযোগ অস্বীকার নয়াদিল্লির      দেশি মাছের প্রজাতি রক্ষা করতে হবে: মৎস্য উপদেষ্টা      জুলাইয়ে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার ২৫ শতাংশ       গতি বাড়াতে সমন্বয় টিমের মাধ্যমে কাজ করতে চাই: সমাজকল্যাণ সচিব      হাতি সংরক্ষণে প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা      
দেশজুড়ে
১৮০ কোটি টাকা চীনা বিনিয়োগ পেল জিয়নের স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৫:১১ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

বৈদ্যুতিক গাড়ির জন্য পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি শক্তির ইকোসিস্টেম গড়ে তুলতে যৌথ অংশীদারিত্বে দেড় কোটি ডলার চীনা বিনিয়োগ (বাংলাদেশি ১৮০ কোটি টাকা) পেল রংপুরের গঙ্গাচড়ার স্টেডফাস্ট কুরিয়ারের প্রতিষ্ঠাতা এবং ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কেএম রিদওয়ানুল বারী জিয়ন।

ইভি, অ্যাসেম্বলি লাইন, চার্জিং স্টেশন ও সংশ্লিষ্ট প্ল্যান্ট স্থাপনে চীনের জ্বালানি প্রযুক্তি কোম্পানি এনইউসিএল থেকে এ বিনিয়োগ পাচ্ছে লজিস্টিক প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ারের সহযোগী এই প্রতিষ্ঠান। এ বিনিয়োগ দিয়ে দেশে একটি টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে চায় স্টেডফাস্ট।

গত বৃহস্পতিবার (১ মে) চীনের গুয়াংজুর বাইয়ুন জেলার হুয়াংবিয়ানে চীনা প্রযুক্তি কোম্পানি এনইউসিএল নিউ এনার্জি টেকনোলজি (জিডি) লিমিটেড এবং বাংলাদেশের ফাস্ট পাওয়ার টেকের মধ্যে যৌথ অংশীদারত্ব চুক্তি হয়েছে। ফাস্ট পাওয়ার টেকের চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন এবং এনইউসিএলের সিইও ফরেস্ট লিয়াং চুক্তিতে সই করেন। এসময় স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের এক্সেকিউটিভ ডিরেক্টর (কমিউনিকেশন্স) অর্ণব মুস্তাফা এবং প্রবাসী প্রতিনিধি শাদমান সাকিব ও এনইউসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফাস্টপাওয়ার টেক বাংলাদেশের অন্যতম বৃহৎ লজিস্টিক সরবরাহকারী প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। এনইউসিএল হলো এক্সটেন্ডেড রেঞ্জ ইলেকট্রিক ভেহিকেল (ইআরইভি) ও প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (পিএইচইভি) প্রযুক্তি খাতে নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান।

চুক্তির অধীনে বাংলাদেশে একটি পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নেটওয়ার্ক গড়ে তুলে এক্সটেন্ডেড রেঞ্জ ইলেক্ট্রিক ভেহিকেল (ইআরইভি) এবং প্লাগইন হাইব্রিড ইলেক্ট্রিক ভেহিকেল (পিএইচইভি) প্রযুক্তিতে এনইউসিএলের কার ক্লাউড নেটওয়ার্কের অধীনে দেশব্যাপী চার্জিং স্টেশন স্থাপন করা হবে। জীবাশ্ম জ্বালানিনির্ভরতা এবং কার্বন নির্গমন কমাতে এ যৌথ অংশীদারত্বকে মাইলফলক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, স্থানীয় শিল্প প্রবৃদ্ধির সঙ্গে অত্যাধুনিক চীনা প্রযুক্তি একীভূত করে এবং স্টেডফাস্ট কুরিয়ারের প্রতিষ্ঠিত অবকাঠামো ব্যবহার করে এ যৌথ উদ্যোগটি কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানিতে গতিশীলতা আনবে। 

ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন বলেন, আমরা এখন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ও লিড অ্যাসিড ব্যাটারির মতো স্টোরেজ ব্যাটারি এবং সৌরশক্তির মতো কিছু নবায়নযোগ্য শক্তি নিয়ে কাজ করছি। আর নতুন বিনিয়োগে ও যৌথ অংশীদারিত্বে এবার বাংলাদেশে একটি কারখানা স্থাপন করবো। এ জন্য দেশের ইকোনমিক জোনগুলোর মধ্য থেকে স্থান নির্বাচন করা হবে। যাতে আরও অনেক কর্মসংস্থান সৃষ্টি করা যায়।

প্রসঙ্গত, পিছিয়ে পড়া রংপুরের গঙ্গাচড়া থেকে উঠে এসেছেন তরুণ উদ্যোক্তা কেএম রিদওয়ানুল বারী জিয়ন। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন তিনি। যার প্রতিফলন ঘটিয়েছেন তার প্রতিষ্ঠিত স্টেডফাস্ট কুরিয়ারের মাধ্যমে। এবারে জিয়নের স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক প্রতিষ্ঠানটি চীনা বিনিয়োগ পাওয়ায় গঙ্গাচড়াসহ রংপুরে আনন্দের ঝড় বইছে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  চীনা বিনিয়োগ   জিয়ন   স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি
মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ
ভারতে আ.লীগের কার্যক্রম বন্ধের আহ্বান, অভিযোগ অস্বীকার নয়াদিল্লির
১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

সর্বাধিক পঠিত

স্যুটার মান্নান হত্যা মামলার আসামি জুয়েল আটক
গতি বাড়াতে সমন্বয় টিমের মাধ্যমে কাজ করতে চাই: সমাজকল্যাণ সচিব
নীলসাগর গ্রুপের ‘ডোর টু ডোর’ প্রকল্পের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
নওগাঁয় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close