ডিপ্লোমাকে ডিগ্রির সমমানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লার সরকারি ও বেসরকারি ৮টি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিভিন্ন প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগানে স্লোগানে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
রোববার (৪ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে সরকারি ও বেসরকারি বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জমায়েত হন। বিক্ষোভ মিছিল শেষে কুমিল্লা প্রেসক্লাবের সামনে ডিগ্রির সমমানের দাবিতে শিক্ষার্থীরা সমাবেশ করেন।
এ সময় আন্দোলনরত নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানায়, গেল ২১ এপ্রিল থেকে ক্লাস ও ইন্টার্নি বন্ধ রেখে তাদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন করছে। শুধুমাত্র মৌখিক ছাড়া বিএনএমসি’র পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার কোন আশ্বাস মেলেনি। যার কারণে তারা আজ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করেছেন।
তাদের দাবি এইচএসসি পাশ করে ডিপ্লোমায় ভর্তি হয়ে ৩ বছর ছয় মাস ক্লাস ও ইন্টার্নি শেষে পুনরায় এইচএসসির মানেই তাদেরকে থাকতে হচ্ছে। যা একেবারেই বৈষম্য বলছেন শিক্ষার্থীরা। চলমান আন্দোলনে এ বৈষম্য দূর করে ডিগ্রির সমমানের দাবি মেনে না নিলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
কেকে/এজে