বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঈশ্বরদী উপজেলা শাখা পহেলা মে উপলক্ষ্যে র্যালি বের করেন।
বৃহস্পতিবার (১ মে) ঈশ্বরদী উপজেলা শাখা শ্রমিক দল পহেলা মে উপলক্ষ্যে র্যালি বের করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা আহসান হাবিব।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন (ভিপি শাহিন), রেলওয়ে শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা নয়ন ও সাধারণ সম্পাদক ছবি মন্ডল প্রমুখ।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের রেলগেটে বিএনপি কার্যালয় এসে শেষ হয়।
কেকে/এএস