মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫,
১২ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম: হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের      দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম      ঐকমত্য কমিশনের শেষ বৈঠক, মঙ্গলবার সুপারিশ পেশ      মঙ্গলবার সন্ধ্যায় উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় মোন্থা      সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ      সালমান শাহ ইস্যুতে এবার মুখ খুললেন শাবনূর      আমলাতন্ত্রের সঙ্গে সংঘাত নয়, কাজ কমিয়ে দেওয়া হবে      
দেশজুড়ে
সুন্দরগঞ্জে শ্রমিক সমাবেশ
শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থার পরিবর্তে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের দাবি
সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১০:০২ পিএম আপডেট: ০১.০৫.২০২৫ ১০:০৫ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বর্তমান শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থার পরিবর্তে কুরআন-সুন্নাহভিত্তিক ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবি জোরালোভাবে তুলে ধরেন।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে শহিদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুন্দরগঞ্জ উপজেলা শাখা এ আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি আতাউর রহমান, সাবেক পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, পৌর জামায়াতের আমির একরামুল হক।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন— বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সামিউল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা, উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি এসএম সাজ্জাদ হোসাইন আমুশ, সাবেক কাউন্সিলর নুর আলম সরকার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার, নৈতিকতা ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হলে ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন এখন সময়ের দাবি। পুঁজিবাদী অর্থব্যবস্থায় শ্রমিককে কেবল একটি উৎপাদন যন্ত্রে পরিণত করা হয়েছে, যেখানে তার শ্রমের ন্যায্য মূল্য, বিশ্রামের সুযোগ, কর্মপরিবেশ ও মানবিক প্রয়োজন উপেক্ষিত হয়। এই অন্যায্য ব্যবস্থার অবসানে কুরআন-সুন্নাহর আলোকে গঠিত ইসলামী শ্রমনীতিই হতে পারে একমাত্র মানবিক ও ন্যায়ভিত্তিক বিকল্প। যেখানে মালিক ও শ্রমিক উভয়ের মাঝে দায়িত্ব ও অধিকারের ভারসাম্য রক্ষা হয়।

তারা আরো বলেন, প্রায় দেড় হাজার বছর আগে বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.) ইসলামি রাষ্ট্রে শ্রমিকদের যে সম্মান, ন্যায্য মজুরি এবং মানবিক আচরণ নিশ্চিত করেছিলেন, তা আজো সমকালীন বিশ্বের জন্য অনুকরণীয় আদর্শ। তিনি বলেন, ‘ঘাম শুকানোর আগেই শ্রমিকের পারিশ্রমিক পরিশোধ করো।’ শুধু কথার মধ্যে নয়, বাস্তবতাতেও তিনি শ্রমিককে মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন। এমনকি তিনি নিজে হাত দিয়ে কাজ করেছেন, শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন, তাদের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন।

বক্তারা বলেন, বর্তমান তথাকথিত আধুনিক সমাজে শ্রমিকেরা নানা রকম শোষণ, বঞ্চনা ও অবমাননার শিকার। মালিকপক্ষের অবহেলা, দীর্ঘ সময় কাজ করেও কম মজুরি, নিরাপত্তাহীন কর্মপরিবেশ, চিকিৎসা ও বিশ্রামের সুযোগের অভাব— এসব কিছুই শ্রমজীবী মানুষের জীবনে গভীর হতাশা ও বঞ্চনার সৃষ্টি করছে। অথচ ইসলামী শ্রমনীতিতে শ্রমিকের শুধু পারিশ্রমিকই নয়, তার আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা, এমনকি তার পরিবার-পরিজনের কল্যাণের কথাও বলা হয়েছে।

তারা জোর দিয়ে বলেন, আজকের এই বৈষম্যপূর্ণ ও শোষণভিত্তিক ব্যবস্থার পরিবর্তে প্রয়োজন ইসলামি আদর্শভিত্তিক শ্রমনীতি, যা শুধু মুসলিমদের জন্য নয়, বরং গোটা মানবজাতির জন্য মুক্তির পথ। এ নীতিমালার বাস্তবায়ন হলে সমাজে শ্রমিক-মালিকের মাঝে বিরোধ নয়, বরং পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ ও সহযোগিতার ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য অর্থনৈতিক পরিবেশ গড়ে উঠবে।

সমাবেশ শেষে এক বিশাল র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার পনের ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আগত প্রায় দুই হাজার শ্রমিক অংশগ্রহণ করেন।

কেকে/এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গভীর রাতে ১১ জনকে পিটিয়ে জখম করল যুবক, অতঃপর...
ভালুকায় সওজের ড্রেন এখন ভোগান্তির কারণ
বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক
গৌরনদীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, নার্সদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে স্কুল কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ, বিতর্কে প্রধান শিক্ষক ছিদ্দিকুর
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের দাবিতে লোহাগাড়ায় গণসংযোগ
রাণীশংকৈলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও সুপ্রিম সিড কোম্পানির চুক্তি
জুলাই আন্দোলনের আহত গাজী সালাউদ্দিন মারা গেছেন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close