শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
রাজনীতি
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য জরুরি, দরকার নির্বাচিত সরকার: তারেক রহমান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৮:০২ পিএম
বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ উসকে দিয়ে সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়াকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১ মে) বিকাল সাড়ে ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গণতন্ত্রকামী জনগণের মধ্যে বিশ্বাস জন্ম নিচ্ছে— অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে বিরোধ সৃষ্টির চেষ্টা করছে। অথচ প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পথে অগ্রসর হওয়াই উচিত।

তিনি বলেন, গণতন্ত্রকামী জনগণ মনে করে, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। পলাতক স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এজন্য জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা জরুরি।

তারেক রহমান আরো বলেন, ফ্যাসিবাদ সংবিধানে লেখা থাকে না, বরং সংবিধান বা আইন না মানার মধ্য দিয়েই তার জন্ম হয়। একজন ব্যক্তি বা গোষ্ঠী যখন নিজেকে অনিবার্য মনে করে, তখনই ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমেই সরকারের পরিবর্তন হওয়া উচিত। গণতান্ত্রিক রীতিতে জনগণের প্রত্যক্ষ ভোটেই দেশ পরিচালনার বৈধতা আসে। তবে রাষ্ট্র যখন স্বৈরাচারের কবলে পড়ে, তখন গণবিপ্লব বা গণআন্দোলনের মাধ্যমেও পরিবর্তন আসে।

রাখাইন নিয়ে সিদ্ধান্তে সরকারের সমালোচনা

মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, এটা স্পর্শকাতর বিষয়। জনগণের মতামত বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়া অনুচিত।

তারেক রহমান বলেন, মানবিক করিডোরের এখতিয়ার বর্তমান সরকার রাখে কিনা, সেটা বিতর্কের বিষয় হতে পারে। তবে দেশের সার্বভৌমত্বের সঙ্গে সম্পৃক্ত এ ধরনের সিদ্ধান্তে জনগণের মতামত নেয়া উচিত ছিল।

তিনি বলেন, বিদেশিদের স্বার্থ নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। মিয়ানমার, ভারত বা পাকিস্তান নয়, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমের সঞ্চালনায় এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান এবং শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

সমাবেশে দুপুর ২টায় শুরুর কথা থাকলেও এর আগেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ ও টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মীরাও যোগ দেন। নয়াপল্টন থেকে কাকরাইল, নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল পর্যন্ত সড়কজুড়ে জনস্রোত তৈরি হয়।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  ফ্যাসিবাদের বিরুদ্ধে   ঐক্য জরুরি   নির্বাচিত সরকার   তারেক রহমান   আন্তর্জাতিক শ্রমিক দিবস  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close