রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উচ্ছেদ অভিযান বন্ধ এবং ভবন নির্মাণের নকশা অনুমোদনের দাবিতে মানববন্ধন করেছেন চন্দ্রিমা হাউজিংয়ের প্লট মালিক ও বাসিন্দারা।
বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, রাজউক একের পর এক বহুতল ভবন ভেঙে দিচ্ছে, অথচ ভবনগুলোকে ‘অবৈধ’ ঘোষণার পেছনের যুক্তি মালিকদের জানানো হচ্ছে না। তারা বলেন, যদি ভবনগুলো অবৈধ হয়, তাহলে ভাঙার যৌক্তিকতা আছে। কিন্তু আমাদের ভবনগুলো কেন অবৈধ— তা স্পষ্ট করে বলা হচ্ছে না।
প্লট মালিকদের দাবি, বারবার রাজউকের দফতরে গিয়েও ভবন নির্মাণের প্ল্যান অনুমোদন পাননি তারা। এক মানববন্ধনকারী বলেন, যেহেতু রাজউক থেকে কোনো প্ল্যান দেওয়া হয়নি, বাধ্য হয়ে আমরা প্রকৌশলীর মাধ্যমে নিজস্ব ডিজাইনে ভবন নির্মাণ করেছি। এটা কি আমাদের অন্যায়?, প্রশ্ন রাখেন তিনি।
রোজ কনস্ট্রাকশনের মালিক জুলকার নাঈন বলেন, একটি ভবন নির্মাণে কোটি কোটি টাকা ব্যয় হয়। এই টাকা খরচ করে আমরা ঢাকায় একটু ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখি। কিন্তু রাজউক বারবার ভবন ভেঙে দিয়ে আমাদের স্বপ্ন-সম্ভাবনা ধ্বংস করে দিচ্ছে। আমাদের অনুরোধ, প্ল্যানিং পাস দিয়ে আমাদের সহযোগিতা করুন।
মানিকগঞ্জ বিল্ডার্স অ্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের মালিক মো. আবুল বাশার খান জানান, চন্দ্রিমা মডেল টাউনসহ আশপাশের এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। সর্বশেষ ৩০ এপ্রিল পরিচালিত অভিযানে মিনিমাম ১৬টি ভবন ভেঙে দেওয়া হয়।
প্লট মালিকদের দাবি, যদি রাজউক আমাদের প্ল্যান অনুমোদন দিত, সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব পেত। কিন্তু এখন উল্টো আমাদের কষ্টার্জিত অর্থে নির্মিত ভবনগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
কেকে/এএম