শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
রাজধানী
মোহাম্মদপুরে গলায় অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৫:৫২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় এক কিশোরীর গলায় দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর কিশোরীর পরিবারকে জিম্মি করে মামলা না করতে চাপ সৃষ্টি করছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা। এমন খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৫ এপ্রিল)  সন্ধ্যায় কিশোর গ্যাং গ্রুপের কয়েকজন সদস্য রায়েরবাজার সাদেকখান রোডের ৬৩/৩ নম্বর বাসার আন্ডারগ্রাউন্ডে ধরে নিয়ে যায়। সেখানে কিশোর গ্যাং সদস্যরা মেরে ফেলার ভয় দেখিয়ে গলায় অস্ত্র ঠেকিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

‎সোমবার (২৮ এপ্রিল) রাতে রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত চার ধর্ষক ও কিশোর গ্যাং সদস্যরা হচ্ছে, মুস্তাকিম, সুমন, ঝটন এবং রবিন। এ সময় তাদের কাছ থেকে ১টি সামুরাই, ১টি দেশীয় বড় ছুরি, নগদ ৩ হাজার ৩৪০ টাকা উদ্ধার করা হয়।

‎ধর্ষণের ঘটনায় কিশোরীর বড় বোন রত্মা আক্তার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল সন্ধ্যায় কিশোর গ্যাং গ্রুপের কয়েকজন সদস্য রায়েরবাজার সাদেকখান রোডের ৬৩/৩ নম্বর বাসার আন্ডারগ্রাউন্ড ধরে নিয়ে যায়। সেখানে কিশোর গ্যাং সদস্যরা মেরে ফেলার ভয় দেখিয়ে গলায় অস্ত্র ঠেকিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে ওই কিশোরীসহ তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়।

এ ঘটনায় ওই কিশোরী ভয়ে কিছু না বললেও বাসায় এসে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা কিশোরীকে জিজ্ঞাসার একপর্যায়ে বিষয়টি পরিবারের সদস্যদের খুলে বলে। এ ঘটনার সঙ্গে জড়িত কিশোর গ্যাং সদস্যদের জিজ্ঞেস করলে তারা মেরে ফেলার হুমকি দিয়ে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে।

‎মঙ্গলবার (২৯ এপ্রিল) সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা ধর্ষণের ঘটনায় আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে একটি গোয়েন্দা তথ্য নিশ্চিত করে যে, চারজনের একটি চক্র এক কিশোরীকে ধর্ষণ করে এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী পরিবারের ওপর ভয়-ভীতি প্রদর্শন করে মামলা না করার জন্য চাপ সৃষ্টি করে।

চক্রটি ছিনতাই, ডাকাতি ও ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। পরবর্তীতে সোহরাওয়ার্দী সেনা ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই অপরাধীকে দেশীয় অস্ত্রসহ ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার সময় হাতেনাতে আটক করে। পরবর্তী অভিযানে বাকি দুজনকেও আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মুস্তাকিম, সুমন, ঝটন এবং রবিন তাদের দোষ স্বীকার করে।

‎এ মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় রাতেই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামলা দায়ের করেছে। আমরা ভুক্তভোগীকে উদ্ধারের পর আদালতে নিয়ে এসেছি।

কেকে/এএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close