রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রাজধানীর হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন কালে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ৮টায় হাতিরঝিল এলাকার পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকাভুক্ত লেক, পার্ক এবং রেস্টুরেন্ট সমূহের পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন।
অপরিকল্পিত বর্জ্য নিষ্কাশন বন্ধকরণের জন্য ও ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা পরিষ্কার করার জন্য তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
কেকে/এআর