মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে গজারিয়া উপজেলার চর রমজানবেগ গুচ্ছগ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকাল ৩টার দিকে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।
নিহত যুবকের নাম ইমাম হোসেন নয়ন (২৫)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকার জাকির হোসেনের ছেলে বলে জানা গেছে। তিন ভাইয়ের মধ্যে নয়ন সবার ছোট। পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, মে দিবসের ছুটিতে অফিস বন্ধ থাকায় সহকর্মী ও বন্ধুদের সঙ্গে বেড়াতে মিনি কক্সবাজার খ্যাত নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ এলাকায় আসেন তিনি।
এ সময় বিকাল ৩টার দিকে গোসল করতে মেঘনা নদীতে নেমে নিখোঁজ হন তিনি। তার সঙ্গে থাকা বন্ধুরা ৯৯৯-এ কল দিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা চান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের অদূরে নদীর চর রমজানবেগ গুচ্ছগ্রাম এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিত কুমার জানান, খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেকে/এএম