মিয়ানমারের রাখাইন রাজ্যে কথিত মানবিক করিডর নিয়ে সরকারের মধ্যে পরস্পরবিরোধী অবস্থান গভীর উদ্বেগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, এই করিডর ভবিষ্যতে সামরিক করিডরে পরিণত হতে পারে, যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে।
সোমবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক বলেন, মানবিক করিডর বিষয়ক পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিবের বক্তব্য পরস্পরবিরোধী। এতে সরকারের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে এবং নিয়মিত মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রাখাইনে করিডর প্রদানের যে উদ্যোগ চলছে, তা আত্মঘাতী সিদ্ধান্তে পরিণত হতে পারে। এ সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলবে।
সাইফুল হক বলেন, মিয়ানমারের আরাকান অঞ্চলে বহুপাক্ষিক রাজনৈতিক এবং সামরিক তৎপরতা রয়েছে। আন্তর্জাতিক শক্তিসমূহের ভূ-রাজনৈতিক স্বার্থও সেখানে জড়িত। এই পরিস্থিতিতে যুদ্ধরত পক্ষগুলোর সঙ্গে বোঝাপড়া ছাড়া করিডর চালু করলে তা জাতীয় স্বার্থবিরোধী হবে।
তিনি জাতীয় সংসদের অনুপস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা ছাড়া জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো উদ্যোগ না নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে করিডর ইস্যুতে সৃষ্টি হওয়া বিভ্রান্তি দ্রুত নিরসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা।
কেকে/এএম