উখিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল। ছবি : প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিকাল ৩ টায় উখিয়া সদর স্টেশন থেকে বের হওয়া মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন মসজিদের সামনে পথসভায় পরিণত হয়। পরে উখিয়া সদর থেকে কোটবাজার পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রা ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
কোটবাজার স্টেশন চত্বরে পথসভায় বক্তৃতা দেন জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ নূর আহম্মেদ আনোয়ারী, উখিয়া উপজেলা আমির মাওলানা আবুল ফজল, নায়েবে আমির মাওলানা নুরুল হক ও সাধারণ সম্পাদক সুলতান আহমদসহ জেলা উপজেলার শীর্ষ নেতারা।
বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাজনৈতিক অস্থিরতা ও সাংবিধানিক অধিকার বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
জামায়াতের পথসভায় জনস্রোত
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে উখিয়ার প্রধান সড়ক জনসমুদ্রে পরিণত হয়, যা স্থানীয়দের মতে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় রাজনৈতিক জমায়েত। যা উখিয়ার ইতিহাসের বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেকর্ড হয়ে থাকবে।