রবিবার, ৩ আগস্ট ২০২৫,
১৯ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

রবিবার, ৩ আগস্ট ২০২৫
শিরোনাম: এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ      নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি      এক দফা ঘোষণা      চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      
খোলাকাগজ স্পেশাল
এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ আগস্ট, ২০২৫, ১২:০৪ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে আজ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদিন ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা করবে দলটি। একই দিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও রাজধানীর শাহবাগে সামাবেশ করবে। এদিন বড়োসড়ো শোডাউনের পরিকল্পনা করেছে ছাত্রসংগঠনটি। 

এদিকে সপ্তাহের প্রথম দিন দুই সংগঠনের সমাবেশ ঘিরে রাজধানীজুড়ে ভোগান্তি সৃষ্টি হতে পারে। এদিকে এ দুই সমাবেশ ঘিরে যানচলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
 
আগামীকাল নতুন বাংলাদেশের রূপরেখা দেবে এনসিপি

সমাবেশ উপলক্ষে গতকাল শনিবার এনসিপির বাংলামোটর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা দেশের নানা প্রান্তে গিয়েছি, মানুষের কথা শুনেছি। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আগামীর বাংলাদেশের রূপরেখা ঘোষণা করা হবে। আগামীকাল বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।’ 

তিনি বলেন, ‘গত বছরের ৩ আগস্ট শহিদ মিনার থেকেই আমরা সরকার পতনের দাবি তুলেছিলাম। আমরা বারবার বলেছি ফ্যাসিবাদবিরোধী লড়াই এখনো শেষ হয়নি। আমাদের রাষ্ট্রচিন্তার রূপরেখা সম্পন্ন করব এ কর্মসূচির মধ্য দিয়ে।’ জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ‘সনদের খসড়া আমরা দিয়েছি। সরকারও তাদের খসড়া তৈরি করছেন বলে জেনেছি। তবে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। আমরা চাই, ৫ আগস্টের মধ্যেই সরকার জুলাই সনদ ঘোষণা করুক।’ তিনি আরো বলেন, ‘ঐকমত্য কমিশন এখনো বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট করেনি। আমরা সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না এ সরকারের সময় থেকেই কার্যকর করতে হবে।’ 

একই দিনে শহিদ মিনারে কর্মসূচি থেকে সরে আসায় ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘একই দিনে দুটি দলের কর্মসূচি থাকায় রাজধানীতে যানজট হতে পারে।’ এতে এনসিপির পক্ষ থেকে আগাম দুঃখপ্রকাশ করা হয়। নাহিদ বলেন, ‘যাতে পরীক্ষার্থীদের ও সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সে বিষয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি এবং আরো বলব।’

এনসিপি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সমাবেশকে বাস্তবায়নের জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা। শুরুতে শুধু ঢাকার জনশক্তির অংশগ্রহণের কথা থাকলেও দেশ গড়তে জুলাই পদযাত্রার স্পিরিটকে ধরে রাখতে সারা দেশের নেতাকর্মীদেরও সম্পৃক্ত করা হচ্ছে।

এর আগে গত ২৯ জুন সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, এক মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে ৩ আগস্ট কেন্দ্রীয় মিনার থেকে নিজেই ঘোষণা দেবেন। সে অনুযায়ী গত এক মাস তারা নিজেদের রূপরেখা তৈরি করে রেখেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। তিনি বলেন, ঘোষণাপত্রের খসড়া আমরাও প্রস্তুত রেখেছি। আজকালের মধ্যে সরকার ঘোষণা না দিলে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে পাঠ করবেন। অবশ্য এরই মধ্যে যেহেতু দুই উপদেষ্টা বলেছেন, সরকার ঘোষণাপত্র দেবে। সে বিষয়টিও আমাদের মাথায় আছে। দিয়ে দিলে আমরা এর বিভিন্ন দিক নিয়ে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবো। শহিদ মিনার থেকেই নির্ধারণ হবে পরবর্তী কর্মপন্থা। 

বড় শোডাউনের পরিকল্পনা ছাত্রদলের 

আজ রাজধানীর শাহবাগে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হবে ছাত্রদলের সবামেশ কর্মসূচি। লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশের মাধ্যমে বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে ছাত্রদল। এ জন্য জেলা, মহানগরসহ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত ৯০টি সাংগঠনিক দল করেছে। সারা দেশ থেকেই নেতাকর্মীরা আসবেন। ছাত্রদল প্রথমে কেন্দ্রীয় শহিদ মিনারে কর্মসূচি দেয়। কিন্তু সেখানে আগেই জমায়েতের ঘোষণা থাকায় এনসিপি অন্যত্র সমাবেশ করতে ছাত্রদলকে অনুরোধ জানায়। এতে সাড়া দিয়ে শাহবাগে সমাবেশ করছে ছাত্রদল। 

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, একই দিন পাশাপাশি অবস্থানে দুটি সংগঠনের কর্মসূচি থাকায় সমাবেশে উপস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ছাত্রদল। দেশের বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে তারা নিজেদের সমর্থন ও শক্তিমত্তা দেখানোর প্রস্তুতি নিচ্ছে। এ জন্য কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে সারা দেশে সাংগঠনিক দল গঠন করা হয়। তারা দফায় দফায় বৈঠক করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। এসব বৈঠকে সমাবেশ সফল করতে নেতাকর্মীদের সর্বোচ্চ ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়। 

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ৫ আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে এককভাবে সমাবেশ সফলে তারা দিনরাত কাজ করছেন। সাংগঠনিক অভিভাবক হিসেবে তারেক রহমান দিকনির্দেশনা দিচ্ছেন। সমাবেশ থেকে জাতীয় স্বার্থ ও দেশ গঠনে ছাত্রসমাজের জন্য বিশেষ বার্তা দেওয়া হবে। দিকনির্দেশনা দেওয়া হবে শিক্ষা কার্যক্রমে বিঘ্ন প্রতিরোধ এবং ছাত্রসমাজকে কেউ যাতে ভুল পথে পরিচালিত করতে না পারে, সে বিষয়ে। ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও রংপুরের সাংগঠনিক দলের সদস্য সালেহ মোহাম্মদ আদনান বলেন, ‘স্বৈরাচারের সময় আন্দোলনের পরীক্ষায় ছাত্রদল পাস করেছে। এবার মুক্ত বাতাসে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন।’

ছাত্রদলের সূত্র জানায়, সমাবেশ সফল করতে ছয় দফা নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এর মধ্যে রয়েছে সমাবেশে কোনো ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড আনা যাবে না। শুরু থেকে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক ইউনিটকে থাকতে হবে। কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট এবং বাংলাদেশ মেডিকেল হাসপাতালের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টার কন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত পরিবহনকে চলাচলে সহায়তা করতে হবে। নেতাকর্মী বহনকারী কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না। ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশে আসা যাবে না। সমাবেশ শেষে নির্ধারিত স্থান সংশ্লিষ্ট ইউনিটকে পরিষ্কার করতে হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমকে বলেন, ‘সমাবেশ থেকে দেশ গঠনে ছাত্রসমাজকে সম্পৃক্ত হতে আহ্বান থাকবে। কুচক্রী মহলের প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ার ও আহ্বানও থাকবে। এ ছাড়া ভোটাধিকার ফিরিয়ে আনা উচ্চকণ্ঠ দাবিতে পরিণত করা হবে।’

জানা গেছে, সমাবেশে চট্টগ্রাম নগরীর প্রায় আড়াই হাজার নেতাকর্মী অংশ নেবেন। এজন্য বাসের পাশাপাশি একটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম বলেন, ‘আবেদন করলে রেলওয়ে একটি ট্রেনের ব্যবস্থা করেছে। নির্ধারিত ১০ লাখ টাকা ভাড়া নিজেদের পাশাপাশি বড় ভাইদের কাছ থেকে সংগ্রহের পর তাদের দিয়েছি।’ 

যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা 

আজকের দুই সংগঠনের সমাবেশ ঘিরে শাহবাগ ও শহিদ মিনার এলাকায় যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। বিকল্প পথ হিসেবে হেয়ার রোড, মিন্টু রোড, নীলক্ষেত, পলাশী ও বাংলামোটর ব্যবহার করতে অনুরোধ করেছে তারা। এদিকে, একই দিনে এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষা থাকায় ঢাকাবাসীকে যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান উপলক্ষে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। তাই সমাবেশ চলাকালীন বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ করেছে ডিএমপি।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  এনসিপি   ছাত্রদল   সমাবেশ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ
নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি
এক দফা ঘোষণা
ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে মা—ছেলের মৃত্যু
‘জনগণই খুনি হাসিনাকে গণভবন থেকে নামিয়ে এনেছে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close