বান্দরবানের আলীকদম উপজেলায় পারিবারিক কলহের জেরে তিনজন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন, ঘটনাগুলো ঘটেছে উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়ন এবং ২নম্বর চৈক্ষ্যং ইউনিয়নে।
সুত্রে জানা যায় , বুধবার (৩০ এপ্রিল) সকালে বান্দরবানের আলীকদম উপজেলারচৈক্ষ্যং ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ছিদ্দিক কারবারি পাড়ায় পারিবারিক বিরোধের জেরে মো. মোক্তার হোসেন (২৭) বিষপান করেন। তার বাবা আক্তার হোসেন জানান, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যর একপর্যায়ে স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে গেলে ক্ষোভে মোক্তার বিষপান করেন।
অন্যদিকে, নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাদন কারবারি পাড়া (বালু ঝিরি) এলাকায় বিষপান করেন স্বামী-স্ত্রী ঙেংলং ম্রো (২৭) ও কাইপিও ম্রো (২০)। ঙেংলং ম্রোর এর বাবা মেনলক ম্রো জানান, দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে নানা সমস্যা চলছিল, এরই মধ্যে ঙেংলং ২য় বিয়ে করলে স্ত্রীর সঙ্গে ঝগড়া চরমে পৌঁছায় এবং দু’জনেই বিষপান করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঙেংলং ম্রো তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন, দ্বিতীয় স্ত্রীকে ঘরে আনার পর পুরোনো স্ত্রীর সঙ্গে আবারও ঝগড়া বাঁধে, যা থেকে অভিমানে বিষপান করেন তারা।
এদিকে ঘটনার পরপরই স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তিনজনকেই উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হোসাইনুর রশিদ সৌরভ জানান, সকাল ৯টার দিকে তিনজন বিষপানকারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
কেকে/এআর