আদিতমারীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৭:১৮ পিএম

ছবি : প্রতিনিধি
লালমনিরহাট আদিতমারী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় অধিদফতরের ব্যবস্থাপনা হতে বরাদ্দপ্রাপ্ত মহিষখোচা ইউনিয়নে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারের মাঝে প্রত্যককে ১ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার প্রদান করা হয়।
বুধবার (৩০ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় অধিদফতরের ব্যবস্থাপনায় এ সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান ও মহিষখোচা ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমূখ।
কেকে/ এমএস