শরীয়তপুরের নড়িয়ায় আগুনে ৪টি দোকান পুড়ে ছাই হয়েছে, এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) আনুমানিক ফজরের আগে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের গোলারবাজারের উত্তর মাথায় আগুন লাগে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন এবং বাজারের ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়ার জন্য বাজারের মসজিদে এলে দূর থেকে আগুন দেখতে পায়। পরে কাছাকাছি গিয়ে দেখে আগুনে পুড়ে সব শেষ, একসঙ্গে থাকা চারটি দোকান পুড়ে শেষ পর্যায়। তাৎক্ষণিক আগুন নিভানোর জন্য কাজ করে এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়। আগুন নিভানোর শেষ সময় ফায়ার সার্ভিস এসে পৌঁছায় এবং তারাও আগুন নিভানোর কাজে লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা সঠিকভাবে কেউ বলতে পারেনি।
আগুনে পুড়ে যাওয়া চার দোকানের মালিকরা হলেন, শম্ভু (৪০) বানিয়াতির দোকান, আব্দুল খালেক হাওলাদার (৫৫) টেইলারিং দোকান, রাকিব শেখ (২৫) হোটেল দোকান, সুভল শীল (৪০) সেলুন দোকান। এদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে নড়িয়া উপজেলা ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবুল বাশার জানান, আমরা জানতে পারি যে গোলার বাজারে আগুন লেগেছে তাৎক্ষণিক আমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভাই, এখানে চারটি কাঁচা দোকান ছিল সবগুলোই পুড়ে যায়। তবে কিসের থেকে আগুনের সূত্রপাত তা সঠিকভাবে জানা যায়নি।
কেকে/এএস