শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
খোলাকাগজ স্পেশাল
যুদ্ধের ছক কষছে ভারত, পাকিস্তানের পাশে চীন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৯:৫৬ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। চিরবৈরী দুই দেশের মধ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, পাকিস্তানে হামলার ছক কষতে শুরু করেছে নরেন্দ্র মোদির ভারত। অন্যদিকে, পাকিস্তানও পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ভারতকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুমকি দিয়ে রেখেছে। এমন পরিস্থিতিতে অবশ্য পরাশক্তি চীন পাকিস্তানের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। তবে যুক্তরাষ্ট্র দুপক্ষকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে। আর দুপক্ষকে যুদ্ধ থেকে নিবৃত্ত রাখতে মধ্যস্থতার চেষ্টা করছে সৌদি আরব। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় কঠোর জবাব দেওয়া হবে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ভারতের অবস্থানের পক্ষে বিশ্বনেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। মাসিক রেডিও ভাষণে তিনি বলেন, প্রত্যেক ভারতীয় নাগরিকের রক্ত টগবগ করছে। 
পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। গত রোববার এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে বিশ্বের এক ডজনেরও বেশি দেশের নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। পাশাপাশি দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত আলোচনা চালাচ্ছে। 

তবে ভারতের এই প্রচেষ্টা মূলত আন্তর্জাতিক সহায়তা চাইতে নয়, বরং (পাকিস্তানে) সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরতে চালানো হচ্ছে বলে জানিয়েছেন চারজন কূটনৈতিক কর্মকর্তা। এর আগে গত বৃহস্পতিবার এক ভাষণে মোদি সরাসরি পাকিস্তানের নাম না নিলেও ‘সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস করার’ এবং ‘কঠোর শাস্তি’ দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিশ্লেষক ড্যানিয়েল মার্কির মতে, উভয় পক্ষই নিজেদের সংকট সামলানোর সক্ষমতা অতিরঞ্জিত করে দেখছে, ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। 

এদিকে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গত রোববার রাতেও গোলাগুলি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শ্রীনগরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর এ নিয়ে টানা চতুর্থ রাত দুই প্রতিবেশী দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হলো। ভারতীয় সেনাবাহিনী গতকাল সোমবার অভিযোগ করেছে, নিয়ন্ত্রণরেখাজুড়ে পাকিস্তানের পক্ষ থেকে ‘বিনা উসকানিতে’ ছোড়া গুলির জবাব দিয়েছে তারা। ভারতীয় সেনাবাহিনী বলেছে, রোববার রাতে ভারত ও পাকিস্তানের কাশ্মীর অঞ্চলকে বিভক্ত করা ৭৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণরেখায় একাধিক পাকিস্তানি সেনা চৌকি থেকে ‘বিনা উসকানিতে’ ছোড়া গুলির জবাবে ছোট অস্ত্র দিয়ে গুলি করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, তা জানায়নি তারা। পাকিস্তানও এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। 

ভারতের রণহুঙ্কারের মধ্যেই পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের ১৩০টির বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘এমনি এমনি সাজিয়ে’ রাখা হয়নি, এগুলো ‘শুধুই ভারতের জন্য’ রাখা হয়েছে। গত শনিবার হানিফ আব্বাসি আরও বলেন, ‘এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই তোমাদের (ভারতের) দিকে তাক করা আছে।’

পেহেলগামে হামলার পর ভারতের প্রতিরক্ষা বাহিনী দেশজুড়ে একাধিক সামরিক মহড়া চালিয়েছে। এর মধ্যে কয়েকটি নিয়মিত প্রস্তুতিমূলক মহড়া বলে জানিয়েছেন একজন প্রতিরক্ষা কর্মকর্তা। স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা গতকাল রয়টার্সকে বলেছেন, জঙ্গিদের খোঁজে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে প্রায় এক হাজার বাড়িতে ও বনে তল্লাশি অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে। অন্তত নয়টি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। 

তবেকাশ্মীরের রাজনৈতিক নেতারা ভারত সরকারকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, অভিযানে সেখানকার নিরপরাধ ব্যক্তিদের যেন ক্ষতি না হয়। গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, ‘এমন কোনো ভুল পদক্ষেপ, যা মানুষকে বিচ্ছিন্ন করে ফেলে, তা এড়িয়ে চলার সময় এসেছে... দোষীদের শাস্তি দিন, তাদের প্রতি কোনো দয়া দেখাবেন না। কিন্তু গণহারে নিরপরাধ মানুষের ক্ষতি হতে দেবেন না।’
 
পেহেলগামের ঘটনাকে ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে তুলনা শশী থারুর 

কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন কংগ্রেস আইনপ্রণেতা (এমপি) শশী থারুর। চলমান সংকটের সময়ে তাড়াহুড়া করে একে অপরের ওপর দোষ চাপানো থেকে সতর্ক থাকতে বলেছেন তিনি। তিনি বৃহৎ প্রেক্ষাপটের দিকে তাকানোর আহ্বান জানান এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে এ ঘটনার তুলনা দেন। তিনি বলেন, ‘স্পষ্টতই এখানে অব্যর্থ কোনো গোয়েন্দা তথ্য ছিল না। কিছু ব্যর্থতা ছিল। তবে মনে রাখতে হবে, ইসরায়েলের মতো বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থার দেশও ৭ অক্টোবর হামাসের হামলায় সম্পূর্ণভাবে বিস্মিত হয়েছিল। আমার মনে হয়, ইসরায়েল যেমন যুদ্ধ শেষ হওয়ার আগপর্যন্ত জবাবদিহি চাচ্ছে না, তেমনি আমাদেরও আগে পরিস্থিতি সামলানো উচিত। পরে সরকারের জবাবদিহি নিশ্চিত করা উচিত। 

উত্তেজনার মধ্যে ভারতীয় নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষা

পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নয়াদিল্লি। গত রোববার ভারতের নৌবাহিনী এ পরীক্ষা চালায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নৌবাহিনীর দেওয়া এক পোস্টে বলা হয়, ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে সফলভাবে জাহাজ বিধ্বংসী বিভিন্ন ধরনের মহড়া চালানো হয়েছে। তারা বলছে, এর মধ্য দিয়ে প্ল্যাটফর্ম, সিস্টেম ও ক্রুদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি যাচাই করা হয়েছে। 

দায়িত্বশীল সমাধানের আহ্বান মার্কিন যুক্তরাষ্ট্রের

কূটনৈতিক অস্থিরতার মধ্যে ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতির ‘দায়িত্বশীল সমাধানের’ ন্য কাজ করতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। হামলার পর যুক্তরাষ্ট্র ভারতের প্রতি সমর্থন জানালেও প্রকাশ্যে পাকিস্তানের কোনো সমালোচনা করেনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র রয়টার্সকে ই-মেইল বার্তায় বলেন, ‘এটি একটি চলমান পরিস্থিতি এবং আমরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা একাধিক স্তরে ভারত ও পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র সব পক্ষকে দায়িত্বশীল সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানায়।’ এই মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে এবং পেহেলগামে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।’ এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই কথা বলেছিলেন।

পাকিস্তানের পাশে থাকার অঙ্গীকার চীনের

এদিকে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পুরোনো বন্ধু চীনকে পাশে পাচ্ছে পাকিস্তান।  দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক ফোনালাপ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, দারকে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁর দেশ ভারত ও পাকিস্তানের পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে। ওয়াং বলেছেন, ‘অকৃত্রিম বন্ধু এবং যেকোনো পরিস্থিতিতে নির্ভরযোগ্য কৌশলগত সহযোগী হিসেবে চীন পাকিস্তানের বৈধ নিরাপত্তাজনিত উদ্বেগকে পুরোপুরি উপলব্ধি করে এবং সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষায় পাকিস্তানকে সমর্থন করে।’ ওয়াং বলেছেন, এ ঘটনায় দ্রুত ও বস্তুনিষ্ঠ তদন্তের পক্ষে তার দেশ। চীন মনে করে, এ সংঘাত ভারত বা পাকিস্তান কোনো পক্ষেরই মৌলিক স্বার্থকে রক্ষা করবে না। এটা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রেও অনুকূল নয়। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আশা, ভারত ও পাকিস্তান দুই পক্ষই সংযম প্রদর্শন করবে এবং পরিস্থিতি শান্ত করতে একসঙ্গে কাজ করবে। 

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীরা গুলি করে ২৬ পর্যটককে হত্যা করে। ভারত ওই হামলায় জড়িত সন্দেহভাজন অস্ত্রধারীদের তিনজনের মধ্যে দুজনকে পাকিস্তানি বলে শনাক্ত করেছে। তবে ইসলামাবাদ পেহেলগামে হামলায় তাদের কোনো ভূমিকা থাকার অভিযোগ অস্বীকার করে এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। এই হামলা ভারতজুড়ে ক্ষোভ ও শোকের জন্ম দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ডাক উঠেছে। নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তান কাশ্মীরে সন্ত্রাসবাদের মদদ দেয়। পেহেলগামে হামলার পর পারমাণবিক শক্তিধর দুই দেশ পরস্পরের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। ভারত গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে এবং পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close