সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ৫ উপজেলা
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ৯:২৩ পিএম
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি। ছবি : প্রতিনিধি

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি। ছবি : প্রতিনিধি

লালমনিরহাটের উপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ও প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে জেলার ৫ টি উপজেলার ১৫টিরও বেশি গ্রাম। মধ্যরাতের পর আঘাত হানা এই ঝড় সবচেয়ে বেশি ক্ষতি করেছে চরাঞ্চলগুলোতে। ঝড়ের দাপটে উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, উপড়ে গেছে অসংখ্য গাছপালা, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি এবং বিধ্বস্ত হয়েছে শত শত ঘরবাড়ি। গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বিদ্যুৎবিহীন অবস্থায় রাত পার করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। 

শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ঝড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন এলাকার, বিশেষ করে তিস্তা ও ধরলা নদীবেষ্টিত চরাঞ্চলের কৃষকদের স্বপ্ন এক রাতেই ধূলিসাৎ হয়ে গেছে। মাঠে মাঠে দোল খাওয়া উঠতি ভুট্টার খেত ঝড়ের দাপটে মাটিতে নুয়ে পড়েছে। অনেক গাছের ভুট্টা মোচা ভেঙে গেছে। 

কৃষকরা জানান, আর মাত্র দু’সপ্তাহ পরেই ভুট্টা ঘরে তোলার কথা ছিল। কিন্তু আকস্মিক এই কালবৈশাখীতে সব শেষ হয়ে গেছে, মাথায় হাত পড়েছে তাদের। শুধু ভুট্টা নয়, ঝড়ে বিভিন্ন সবজি খেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আকস্মিক এই ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক কৃষকরা, যাদের অনেকেই ধারদেনা করে ফসল চাষ করেছিলেন।

এদিকে ঝড়ের তীব্রতায় জেলার বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয় লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর জাতীয় মহাসড়কে। আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি এলাকায় একটি বিশাল গাছ মূল সড়কের উপর ভেঙে পড়লে গুরুত্বপূর্ণ এই রুটে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। রাতের আঁধারে এবং ভোরের দিকে বুড়িমারী স্থলবন্দরগামী পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস এবং অন্যান্য জরুরি যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। তাদের সাথে যোগ দেন স্থানীয় লোকজন ও পুলিশ। 

প্রায় চার ঘণ্টার নিরলস প্রচেষ্টায় ভারী গাছটি কেটে সরিয়ে মহাসড়ক যান চলাচলের উপযোগী করা হয়। ততক্ষণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে।

এছাড়াও কালবৈশাখীর ছোবলে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝোড়ো বাতাসে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, আবার কোথাও কোথাও তার ছিঁড়ে গেছে। এর ফলে আদিতমারী, কালীগঞ্জ, সদরসহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকা রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রোববার দিনভর বিদ্যুৎ বিভাগের কর্মীরা সংযোগ পুনঃস্থাপনের কাজ করলেও অনেক এলাকায় সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। বিদ্যুৎ না থাকায় গরমে মানুষের কষ্ট বেড়েছে, ব্যাহত হচ্ছে সেচসহ দৈনন্দিন কাজকর্ম।

ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন গ্রামের, বিশেষ করে নদী তীরবর্তী এলাকার বহু কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অনেকের ঘরের চালা উড়ে গেছে, ভেঙে পড়েছে মাটির দেওয়াল। ঝড়ের সময় আতঙ্কিত মানুষজন নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করেন। বেশ কিছু পরিবার আংশিক বা সম্পূর্ণরূপে আশ্রয়হীন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার জানান , ঘটনার পর থেকেই স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশনা দিয়েছেন। ঝড়ে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়ার পর ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close