নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদৌলা লিপ্টন প্রশাসনিক ক্ষমতা ফিরে পেলেন। মাননীয় হাইকোর্টের আদেশে তিনি এ প্রশাসনিক ক্ষমতা ফিরে পান।
রোববার (২৭ এপ্রিল) আদালতের আদেশে ইউনিয়ন পরিষদে কার্যক্রম আবারো শুরু করেন ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপ্টন। প্রশাসনিক ক্ষমতা ফিরে পাওয়ায় উচ্ছ্বসিত ও আনন্দিত এলাকাবাসী।
এর আগে, বাহাগিলী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপ্টনের বিরুদ্ধে কতিপয় ইউপি সদস্য অনাস্থা ও অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দেন। জেলা প্রশাসন কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন হয়। তদন্তে বাহাগিলী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কোন অনিয়ম ও দুর্নীতির সত্যতা না পাওয়ায় ওই অভিযোগ থেকে চেয়ারম্যান লিপ্টনকে অব্যাহতি দেয়া হয়।
অব্যাহতি পাওয়ায় ওই ইউপি সদস্যরা ঈদে বরাদ্দকৃত ভিজিএফসহ উন্নয়ন মুলক কর্মকাণ্ডে অসহযোগীতা করেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক গত ২৫ মার্চ একটি পত্রে উপজেলা সমাজসেবা অফিসারকে এ ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেয়। এতে সংক্ষুব্ধ হয়ে ইউপি চেয়ারম্যান মাননীয় হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। মাননীয় হাইকোর্ট শুনানি শেষে বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপ্টনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা ফিরে দেওয়ার আদেশ দেন।
চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপ্টন জানান, আমার উপর অন্যায় করা হয়েছিল। আমি আদালতের মাধ্যমে সুষ্ঠ বিচার পেয়েছি।
কেকে/ এমএস