শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
দেশজুড়ে
জব্বারের ১১৬তম ঐতিহ্যবাহী বলীখেলায় কৌশলে চ্যাম্পিয়ন বাঘা শরীফ
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৮:৪৯ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

‘চলো বাংলাদেশ, চলো চাটগাঁর উৎসবে’ চট্টগ্রামের ইতিহাস আর ঐতিহ্য টিকিয়ে রাখতে আয়োজন করা হয় বৈশাখী মেলা। আর এ মেলা জমে উঠে জব্বারের বলী খেলাকে ঘিরে। চট্টগ্রামের লালদীঘি মাঠে আব্দুল জব্বারের বলী খেলার ১১৬তম আয়োজন সম্পন্ন হয়েছে । ১১৫ বছর আগে বনেদী ব্যবসায়ী আব্দুল জব্বার এই আয়োজন শুরু করেন। এবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা থেকে আসা শরীফ বলী। অপরদিকে রানার আপ হয়েছে চট্টগ্রামের রাশেদ বলী। সাধারন বাউটে বিজয়ীদের ক্রেস্ট ও মেডেল দেয়া হয়েছে। 

শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ঐতিহাসিক লালদিঘী ময়দানের নাম পাল্টে নতুন করে আব্দুল জব্বারের মাঠ নামকরন করা হয়।  

এদিকে, প্রায় ১২ দফা থেমে থেমে সর্বশেষ বিচারকদের শেষ ১০ মিনিটের সিদ্ধান্তের মধ্যেই কুপোকাত হয়েছে রানার্স আপ রাশেদ বলী। প্রায় ৩২ মিনিট ধরে কৌশলের এই খেলা খেলেছে সেয়ানে সেয়ানে। শুক্রবারের আয়োজনে সাধারন ও চ্যালেঞ্জিং বাউটে ১২০ জন বলী অংশ নিয়েছে। এরমধ্যে চ্যালেঞ্জিং বাউটে খেলেছে ৮জন। এই খেলাকে ঘিরে মেলার আয়োজনও চলবে আজ পর্যন্ত।

মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের অর্থায়নে ও ক্লাউড কমিউনিকেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আব্দুল জব্বারের স্মৃতি কুস্তি প্রতিযোগীতার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। কুস্তি শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি ও চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহদাত হোসেন। 
  
গ্রাম বাংলা থেকেই বৈশাখী মেলার আয়োজন শুরু হলেও গ্রাম বাংলার চিরায়ত রূপসী সংস্কৃতির উল্লেখযোগ্য দিক ফুটিয়ে তুলতে চট্টগ্রামে সেই শতবর্ষ আগ থেকেই চলে আসছে ইতিহাস আর ঐতিহ্যের অবয়বে। মূলতঃ ১৯০৯ সালে সর্বপ্রথম এ মেলার আয়োজন করা হয় ঐতিহাসিক লালদীঘি মাঠে। এ খেলাকে ঘিরে চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে তিনব্যাপী মেলার আয়োজন শুরু হয়েছে ঐতিহাসিক লালদীঘি ময়দানের আশপাশ এলাকায়। দেশের অজপাড়া গাঁয়ে তৈরি হস্তশিল্পের বিশাল সমাহার এ মেলায়। ক্ষুদ্র ও কুটিরশিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে গত তিনদিন ধরে এ চত্বরকে ঘিরে নিজেদের অবস্থান ঠিক করে নিয়েছে। 

মেলার আয়োজনকে ঘিরে গত বুধবার থেকে নগরীর নন্দনকানন থেকে শুরু করে কোতোয়ালী মোড় পর্যন্ত অনেকটা ক্ষুদ্র ও কুটির শিল্পের ব্যবসায়ীদের দখলে চলে গেছে রাস্তার দুধার। অতীতের ইতিহাস অনুযায়ী, লালদীঘি মাঠেই জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হয়। সেখানে বালি দিয়ে গড়ে তোলা হয়েছে মাটি থেকে প্রায় ৪/৫ফুট উঁচু মঞ্চ। এতেই লড়েছে দেশের বরেণ্য অঞ্চল থেকে ছুটে আসা বলীরা। সাধারণ বাউট ও চ্যাম্পিয়ন বাউটে ১২০ জন বলী রেজিস্ট্রেশন করলেও মাত্র ৭৫ জন বলী অংশ নিয়েছে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ঐতিহ্যবাহী   বলীখেলা   চ্যাম্পিয়ন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close