নাটোরের লালপুরে পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছে। শুক্রবার (১১ এপ্রিল) রাতে ও শনিবার সকালে ঘটে যাওয়া এ দুই ঘটনায় কয়েকটি ট্রেনের বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয় এবং একটি রেললাইনে ফাটল দেখা দেয়। তবে তাৎক্ষণিক উদ্ধার ও মেরামত কার্যক্রমের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
প্রথম দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে। রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন থেকে ছেড়ে আব্দুলপুর স্টেশনের দিকে যাওয়ার পথে এক কিলোমিটার পূর্বে ইঞ্জিনের একটি চাকা ভেঙে লাইনচ্যুত হয়। এ সময় কোনো যাত্রী হতাহত না হলেও ট্রেন চলাচলে কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটে। পরবর্তীতে ঈশ্বরদী থেকে রেলওয়ের উদ্ধারকারী দল এসে রাতেই বগিগুলো সরিয়ে ট্রেনটি বিকল্প লাইনে সরিয়ে নেয়।
শনিবার সকাল থেকে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের কাজ শুরু হয়। এর মধ্যে সকাল সাড়ে ৭টার দিকে একই রেললাইনে একটি ফাটল দেখা দিলে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত তা মেরামতের কাজ শুরু করে।
অন্যদিকে, ঈশ্বরদী বাইপাস স্টেশনে শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের ছয়টি চাকা ও প্রথম বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়। ঈশ্বরদী লোকোসেড থেকে রিলিফ ট্রেন এসে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং এক ঘণ্টার মধ্যেই কাজ শেষ করে ট্রেনটি পুনরায় পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা করে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেকে/ এমএস