জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সিলেটের কানাইঘাটে চাচাতো ভাইয়ের হাতে হুসন আহমদ(৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।
আজ শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার বাউরভাগ নয়াগাউ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক সুলতান আহমদকে (৪৮) গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
স্থানীয়রা জানান, হুসন আহমদের সাথে দীর্ঘদিন ধরে চাচাতো ভাই সুলতান ও তার পরিবারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল ফজরের নামাজের পর হুসন আহমদ ও সুলতানের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে সুলতান ধারালো অস্ত্র দিয়ে হুসনকে কোপাতে থাকলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ঘাতক সুলতান হুসন আহমদকে গলকেটে মৃত্যু নিশ্চিত করে। ঘটনার পরপরই ঘাতক সুলতান পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে পুলিশকে খবর দেন।
কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল বলেন, ‘হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ঘাতক সুলতানকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’
কেকে/এজে