নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রফিকুল ইসলাম ওরফে লালচানসহ জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নিহতরা হলেন—শরিফুল ইসলাম (৫৫) ও আজিজুল হক (৫৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা সদরের তিনমাথা মোড় থেকে শুরু হয়ে থানার গেট পর্যন্ত মিছিলটি চলে। এতে বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামসহ আশপাশের এলাকার প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন। মিছিল শেষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের অনুরোধে এটি বনবিভাগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১১ জন আহত হন, যাদের মধ্যে চারজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন এবং বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সংঘর্ষ চলাকালেই শরিফুল ঘটনাস্থলেই মারা যান এবং আজিজুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার পরদিন ভুক্তভোগীদের পক্ষ থেকে ৬১ জনের নাম উল্লেখ করে এবং আরো ১০–১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৬ জন নারীসহ ১২ জনকে গ্রেফতার করেছে এবং তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামি লালচানসহ পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি হাবিবুর রহমান।
বিক্ষোভ শেষে নিহত শরিফুলের বোন শরিফা বেগম বলেন, আমার ভাইকে লালচানের হাত থেকে কেউ রক্ষা করতে পারেনি। ওরা কুপিয়ে হত্যা করেছে। একটাই দাবি—ওদের ফাঁসি চাই। একই গ্রামের সুমন বলেন, ওরা মানুষরূপী জানোয়ার। আমরা ন্যায়বিচার চাই।
অতিরিক্ত পুলিশ সুপার (মান্দা সার্কেল) জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনাটি অত্যন্ত লোমহর্ষক। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
কেকে/একেএম