সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: জেন-জি বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট      ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছি       এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস      ইসরায়েলে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি      কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি      শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ      হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      
প্রিয় ক্যাম্পাস
শুরু হলো পরীক্ষা-নিরীক্ষার কাজ, শিগগির চালু হবে হল
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৬:৫৭ পিএম

বহুল আকাঙ্খিত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছেলে শিক্ষার্থীদের নতুন হলের অ্যাসেসমেন্টের কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ এবং ইন্জিনিয়ারিং দফতরের পরিচালকের উপস্থিতিতে অ্যাসেসমেন্টের কাজ শুরু হয়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য ২০১৮ সালের জুলাই মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ‘পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উন্নয়ন শীর্ষক প্রকল্প’ নামে ৪৮০ কোটি ৬০ লাখ টাকার বাজেট পাস হয়। তিন বছর মেয়াদি এই প্রকল্প ২০২১ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। পরে বিভিন্ন কারণ দেখিয়ে আরো ৩ বার প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়, যার মেয়াদ ছিল ২০২৪-এর ৩০শে জুন পর্যন্ত।

‎কিন্তু ২০২৪ এর জুনেও কাজ শেষ না হলে সেপ্টেম্বরের ৩১ তারিখ পর্যন্ত কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়। সেপ্টেম্বরের মধ্যে ভবনগুলোর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও সরকার পরিবর্তনের পর নির্মাণাধীন ভবনগুলোর জন্য তদন্ত কমিটি করা হয়। ফলে তদন্ত কাজের জন্য শিক্ষার্থীদের আবাসিক হল, একাডেমিক ভবনসহ কয়েকটি ভবন হস্তান্তরের কাজ আটকে যায়। যার ফলে দ্রুত সময়ের মধ্যে আবাসিক হল এবং একাডেমিক ভবন খুলে দেওয়ার জন্য আবেদন জানায় শিক্ষার্থীরা।

প্রকল্প পরিচালকের দফতর থেকে জানা যায়, ৪৮০ কোটি ৬০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে মোট ২০টি পূর্ত কাজ ছিল। এগুলোর মধ্যে ১০ তলা ২টি আবাসিক হল, ১২ তলা দুটি একাডেমিক ভবনসহ মোট ৭টি উঁচু বিল্ডিংয়ের কাজ রয়েছে।

‎খোঁজ নিয়ে জানা যায়, নতুন উপাচার্য যোগদানের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকল্প পরিচালকের পক্ষ থেকে ভবনগুলো বুঝে নেয়ার জন্য উপাচার্যকে চিঠি দেন। তবে ভবনগুলো ঠিক করে হয়েছে কি না সেটা তদন্ত না করে ভবনগুলো বুঝে নিতে উপাচার্য অস্বীকৃতি জানান।

‎বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকেও একটি অ্যাসেসমেন্ট কমিটির মাধ্যমে ভবনগুলোর তদন্ত করে বুঝে নেওয়ার জন্য পরামর্শ দেয়া হয়। এরপর ২২ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিমকে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মকে সদস্য সচিব করে তিনি বিশ্ববিদ্যালয়ের তিনজন বিশেষজ্ঞ শিক্ষক দিয়ে পাঁচ সদস্যের অ্যাসেসমেন্ট কমিটি করা হয়।

অ্যাসেসমেন্ট কমিটি ১৫-১৭ জানুয়ারি ভবনগুলোর প্রাথমিক পরিদর্শনে আসেন। এরপর ভবনগুলোতে হ্যামার টেস্ট এবং ফ্রেও স্ক্যানার টেস্টসহ কিছু পরীক্ষা করে অ্যাসেসমেন্ট কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে টেকনিক্যাল রিপোর্ট দেবেন বলে জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে উপউপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে দ্রুত কাজ শুরু করেছি। আমরা পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় যন্ত্র কেনার প্রক্রিয়া শুরু করেছি। বিভিন্ন জটিলতার কারণে আমরা সে যন্ত্রগুলো এখনো হাতে পাইনি। আরো কয়েকদিন সময় লাগবে এগুলো পেতে। সেজন্য আমরা ওই কোম্পানির যন্ত্রগুলো ব্যবহার করে আজ থেকে পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছি। আশা করি দ্রুতই শেষ হবে এই কাজ । সব কিছু ঠিক থাকলে আমরা অল্প দিনের মধ্যেই আমাদের হলগুলো খুলে দিতে পারব।

কেকে/এএম‎














মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাজীপুরে বন্ধ করার পরও আবার শুরু লটারির মেলা
নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতালে ১৫ দালাল গ্রেফতার
মাদারগঞ্জে আদালতের রায় অমান্য করে একই জমি দুই পক্ষে নামজারী
জেন-জি বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
সুন্দরগঞ্জে নিয়োগ বাণিজ্যের অভিযোগের প্রতিবাদ অধ্যক্ষের

সর্বাধিক পঠিত

টাঙ্গাইলকে ময়মনসিংহে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
জালিয়াতি মামলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শিবচরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন
আমিরাতে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লিগ’ শুরু ৭ নভেম্বর

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close