মদনে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৩:২৫ পিএম

ছবি: সংগৃহীত
নেত্রকোনার মদনে রাস্তা পারাপারের সময় বেপরোয়া অটো রিকশার চাপায় মহাজ (৫) নামে এক শিশু মারা গেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার মদন-ফতেপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি মদন উপজেলার কাপাসাটিয়া গ্রামের জুলহাস মিয়ার ছেলে।
নিহত শিশুটির নানি জুলেকা আক্তার জানান, মহাজ আমার কাছে থাকত। আজকে সকালে বাড়ির সামনে গেলে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি অটো আমার নাতিকে চাপা দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গেই মহাজ মারা যায়। আমার মেয়ে ও মেয়ের জামাই চট্টগ্রামে গার্মেন্টে চাকরি করে। সেই সুবাধে নাতিকে আমার নিকট রেখে যায়। আমি তার মা বাবার কাছে এখন কী জবাব দেব। নাতির লাশের পাশে বসে এভাবেই কান্না করছেন নানি জুলেকা আক্তার।
মদন থানার ওসি নাইম মোহাম্মদ নাহিদ হাসান জানান, সড়ক দুর্ঘটনায় এক শিশু মারা গেছে এমন সংবাদ পেয়েই হাসপাতালে পুলিশ প্রেরণ করেছি। শিশুটির পরিবারের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএস