লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় আবিদা (৬) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৮ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর কাচারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে আনে স্বজনরা। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার পেটে গুলি লেগেছে বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
গুলিবিদ্ধ আবিদা কাশিপুর এলাকার ইব্রাহিম হোসেন ও আমেনা বেগম দম্পতির মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, কাচারি বাড়ির অহিদ নামে এক যুবক ঢাকায় গাড়ি চালায়। ঈদের আগেরদিন সে বাড়িতে আসে। পরে সন্ত্রাসী ইউছুফসহ তার অনুসারীরা গিয়ে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এরপরও সে যায়নি। এতে ঘটনার সময় সন্ত্রাসীরা তার বাড়িতে গিয়ে হামলা চালায়। ঘটনার সময় অহিদের মেয়ের সঙ্গে তার ভাতিজি আবিদা খেলছিল। এ সময় সন্ত্রাসীরা অহিদকে গুলি করে। অহিদ সরে গেলে গুলিটি তার ভাতিজির পেটে লাগে। পরে অহিদ ও সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তবে শিশুটিকে নিয়ে তার বাবা ইব্রাহিম হাসপাতালে আসলেও গণমাধ্যমকে এ ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি হননি।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পীযুষ চন্দ্র দাস বলেন, গুলিবিদ্ধ অবস্থায় একটি শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তার পেটে গুলি লেগেছে। গুলি প্রবেশ এবং বাহিরের চিহ্ন ছিল। এতে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাউছার হামিদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে গোলাগুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়। অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।
কেকে/এআর