ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

একদিনে আরও ২৩২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
🕐 ৬:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১

একদিনে আরও ২৩২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ২৩২ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৮৭ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৪৫ জন।

আজ ১৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে (১৭/৯/২০২১সকাল ৮টা থেকে ১৮/৯/২০২১ সকাল ৮টা পর্যন্ত) পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্যে এসব জানানো হয়েছে।

এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত (১৮ সেপ্টেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৫ হাজার ৪৬০ জন রোগী ভর্তি হয়েছে।

এর মধ্যে একই সময়ে এ পর্যন্ত হাসপাতাল থেকে সেবা নিয়ে এবং ছাড়প্রাপ্ত হয়ে বাড়ি ফিরেছে ১৪ হাজার ২০৪ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট একহাজার ১৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১ টি হাসপাতালে ৯৯০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে ২০৭ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৫৯ জন।

 

 
Electronic Paper