সাহচর্য
শেলী সেনগুপ্তা
🕐 ১১:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২১

যাওয়ার জন্য কোনো উপলক্ষ যথেষ্ট নয়
ফেরার জন্য চায়
আলপনা রঙ,
পতনের জন্য উচ্চতা নয়
ওড়ার জন্য চায় ডানা,
শৃঙ্খলের জন্য ভালোবাসা চায়
মুক্তির জন্য ঘৃণা,
কেবল
মৌমাছি রেখে যায় গতি ও গন্তব্যে
ফেরার ঠিকানা,
মানুষ আসলে প্রচ্ছদ মাত্র
আসা এবং যাওয়াটুকু অস্পষ্ট অক্ষর...
এ বিভাগের অন্যান্য সংবাদ
