সাদা কালো ভালবাসা
অনলাইন ডেস্ক
🕐 ৪:৫০ অপরাহ্ণ, আগস্ট ০৮, ২০২৩

ইমতিয়াজ বুলবুল
সাদা কালো ভালবাসা
আমি নাকি কালোভূত
তাই সে ভালবাসে
দূরে রেখে কল্পনায়।
এমন ভালোবাসে সে
ভরা নদীর জোয়ারকে
যেন হার মানায়।
তাঁর ভালবাসায় আমি
কালো থেকে সাদা
হয়ে যাই , দেখি
তখন -ভালবাসে আধা।
