সাদা মুখ
ইমতিয়াজ বুলবুল
🕐 ১:০৮ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৩

মরুর পথের কষ্টের মত আমার দুঃখ
তুমি আমায় কতটা দুঃখ দিবে,
তাতে তোমার কষ্টই বেড়ে যাবে।
যদি দুঃখ দিতে শখ হয়
তবে ভালবাসতে পার,
হয়ত কষ্ট যেতে পাড়ে বেড়ে
যখন ভালবাসা যাবে ছেড়ে।
আমি পাথর কয়লায় বুক পুড়িয়ে নিছি,
যদি আগুন ঢালতে চাও
তোমার পোড়াতে ইচ্ছা হয় ;
তোমার আগুন ডালা হতে পারি।
কোনো ধুলো ঝড় বেদনা ছড়াতে চাও
তাতে যদি আনন্দ বাড়ে,
সামাজিক জীবনের আনন্দ মেঘের হাওয়ায়
বুকের পাহাড়ে অনেক কালো পাথর বড় হয়েছে,
তোমার বেদনা ভালবেসেই মেনে নিতে পারব।
তবু আমি চাই না
তোমার কোন দুঃখ বাড়ুক
জাগে বেদনা, শান্তি হোক নষ্ট।
ভালবাসার মুখ থাকুক সাদা চাই স্পষ্ট।।
