ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সৌরভে শুধরে নিব

ইমতিয়াজ বুলবুল
🕐 ১:৪৭ অপরাহ্ণ, জুন ০২, ২০২৩

সৌরভে শুধরে নিব

সৌরভে শুধরে নিব

চল আজ সারারাত
হাত ধরে বসে থাকি!
সহসা হয়না কথা সাক্ষাৎ
যেন দেই শুধু ফাঁকি।
কত রাত জেগে কাটাও
দিনে কর নিজেকে প্রহার,
তার কিছুই জানিনা;
আনন্দে পারিনা কিছু বলতে
যেন দোষ-ই হয়ে যাচ্ছে।
আজ না হয় সারারাত - আমার আঁধারে
জেগে থাকবে হাত ধরে,
আজ আরো কিছু ব্যাথা
তোমার বুকেই নিলে আপন করে।
আজ ইচ্ছে করছে
তোমার মুখে ফুটাব ফুল,
কিরন শোভায় চন্দন ভরা;
সৌরভে শুধরে নিব কিছু ভুল।

 
Electronic Paper