কবিতা- ভালবাসার ধারা
ইমতিয়াজ বুলবুল
🕐 ৪:০৫ অপরাহ্ণ, মে ০৯, ২০২৩

তোমার মত ভালবাসতে পারি না
এ কথা পুরোটাই সত্য,
আমি পুরাতন জীর্ণ
প্রযুক্তিগত ভালবাসায় শীর্ণ;
ছোঁয়া ছোঁয়া ভালবাসায়
পারিনা হতে মত্ত।
যেটুকু ভালবাসি তা সাদা,
ভালবাসা ফুলেল না হোক,
মনে যেন না জাগে প্রশ্ন
ভালবাসি তোমায় আধা।
নতুনে সময় হচ্ছে পুরাতন
ভালবাসার ধারা যাচ্ছে পাল্টে,
প্রেম আগেরই মত আছে
যা ছিল বিশ্ব কবাটে;
তাই যেন এখন
যায়না পাওয়া সহসা আগের মন।
প্রকৃতির রূপ রস তেমনই আছে
আধুনিক ধারায় ভালবাসা কখনো
হয়ে যায় দূর্লব বা মিছে।
