প্রিয়ার নতুন উপন্যাস ‘বসন্ত ফিরে আসে’
অনলাইন ডেস্ক
🕐 ১১:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৩

এ সময়ের আলোচিত ঔপন্যাসিক ইসমত আরা প্রিয়া এর নতুন উপন্যাস ‘বসন্ত ফিরে আসে’ প্রকাশিত হয়েছে। ১৪ জানুয়ারি থেকে সকল অনলাইন বুকশপগুলোতে বইটির প্রি-অর্ডারে বেশ সাড়া মিলেছে বলে জানিয়েছেন প্রকাশক মনির হোসেন পিন্টু। বইটির প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী মো. সাদিত উজ জামান। বইটির মুদ্রিত মূল্য ২৭০ টাকা।
সেই কিশোরীকাল থেকেই বিচিত্র সব ভাবনা লিখে রাখতে পছন্দ করেন ইসমত আরা প্রিয়া। রাগ, অভিমান, ভালোবাসা—সবকিছুই তিনি জমাতেন কাগজের পৃষ্ঠায়, ডায়েরিতে। লেখালেখি তার কাছে সাধনা। সেই সাধনায় ব্রতী দীর্ঘদিন। লেখক হয়ে ওঠার সাধনায় এগিয়ে যাচ্ছেন একটু একটু করে।
এটি লেখকের পঞ্চম উপন্যাস। তার প্রথম উপন্যাস ‘কান্নাগুলোর প্রার্থনা’ ২০১৯ সালে প্রকাশ করে বিদ্যানন্দ প্রকাশনী। ২০২০ সালে প্রকাশ হয় দ্বিতীয় উপন্যাস ‘আওয়াজ’। বইটি প্রকাশ করে বিদ্যানন্দ প্রকাশনী। এ ছাড়াও একটি কবিতার বই ‘নীলপদ্ম’ প্রকাশিত হয় পুস্তক প্রকাশন থেকে।
২০২১ সালে প্রকাশ হয় তার তৃতীয় উপন্যাস ‘যাবজ্জীবন’। বইটি প্রকাশ করেছিল প্রকাশনা সংস্থা অন্যধারা। ২০২২ সালে প্রকাশ হয় চতুর্থ উপন্যাস ‘শঙ্খচিল’। বইটি প্রকাশ করে প্রকাশনা সংস্থা অন্যধারা।
নিজের অনুভূতিগুলোকে শব্দশৈলীতে তুলে আনতে তরুণ এই পাঠকপ্রিয় লেখক লিখছেন নিরন্তর।
এ বিভাগের অন্যান্য সংবাদ
