ক্ষমা চাই চরণে || ইমতিয়াজ বুলবুল
অনলাইন ডেস্ক
🕐 ৬:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০৮, ২০২৩

মহান রব্বুল আলামীন
রহমানুর রাহিম পরোয়ারদিগার
আমরা অধম পাপিষ্ঠ নিরুপায়
আপনি বিনে ক্ষমার নেই কেউ আর।
মহাবিশ্বের মালিক! সৃষ্টিকর্তা মৃত্যুদানকারি
সর্বে সর্বা দয়ালু মুক্তিদাতা
আপনি ছাড়া আমাদের রক্ষা করার
আর কেউ নেই মহান বিধাতা।
তুরস্ক সিরিয়ায় তীব্র ভুমিকম্প অভিসম্পাতে
বুক ভেঙে হয়ে যায় ভাগ
অশ্রু হয় পাথর আঁখিপাতে,
এত হৃদয়ের বেদন হাহাকার
পৃথিবী কেমনে সইবে ভার।
বেঁচে আছেন- হারিয়েছে যারা আন্তীয় স্বজন
সইবার শক্তি দিন এ কঠিন বেদন।
দিনে দিনে অত্যাচারী কঠিন পাপী নমরুদের
দখলে পৃথিবী হয়ে যাচ্ছে ইবলিশ রূপি অমানুষের।
আমরা নির্বোধ পাপিষ্ঠ বিবেক বর্জিত
তাই পৃথিবীতে বেড়ে যাচ্ছে ক্ষত।
আমরা লুটাই, ক্ষমা চাই আপনার চরণে
ফিরে আসুক বিবেক -স্বত্বা মানুষ মনে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
