বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি ঘোষণা করেছেন যে, তিনি এবং তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রা তাদের প্রথম সন্তান প্রত্যাশা করছেন। অভিনেতা শুক্রবার ইনস্টাগ্রামে গিয়েছিলেন এবং দুজনের হাতে একটি শিশুর মোজা ধরার একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন।
পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। শিগগিরই আসছে।’ অভিনেতারা কোনও নির্ধারিত তারিখ বা কোনো বিবরণ ভাগ করেননি।
কিয়ারা ও সিদ্ধার্থের ভক্ত ও সহকর্মীরা ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়েছেন দম্পতিকে।
২০২১ সালে ‘শেরশাহ’ ছবির সেটে দেখা হয়েছিল কিয়ারা ও সিদ্ধার্থের। এই সিনেমায় সিদ্ধার্থকে পরমবীর চক্র প্রাপক, প্রয়াত ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। ছবিতে কিয়ারা বিক্রম বার্তার বান্ধবী ডিম্পল চিমার চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তির পরে সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। শুটিং চলাকালীন অভিনেতারা ডেটিংকরা শুরু করেছিলেন বলে জানা গিয়েছে।
২০২০ সাল থেকে তারা ডেটিং করছেন। যদিও তা নিয়ে গুঞ্জন থাকলেও, কেউ তাতে সিলমোহর দেননি। চলচ্চিত্র নির্মাতা করণ জোহর ২০২২ সালে এটি নিশ্চিত করেছিলেন যখন তিনি বলেছিলেন কফি উইথ করণে ভাগ করে নিয়েছিলেন যে, সিদ্ধার্থ কিয়ারার সঙ্গে ডেটিং করছেন। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরে একটি ঐতিহ্যবাহী হিন্দু অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন দুই অভিনেতা। তাদের বিবাহ মিডিয়ার ব্যাপক মনোযোগ পেয়েছিল, ফলস্বরূপ তাদের বিয়ের ছবিগুলি কিছু সময়ের জন্য ভারতে সর্বাধিক পছন্দ করা ইনস্টাগ্রাম পোস্ট ছিল।
২০২৪ সালের বড়দিনে পলকা ড্রেসে ছবি দিতেই, শুরু হয়েছিল সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবানির মা হতে চলার গুঞ্জন। এর আগে অন্তঃসত্ত্বা অবস্থায় অনুষ্কা-দীপিকা-আলিয়ারা পলকা ড্রেসে ছবি দিয়েছিলেন। তাই এবারেও দুইয়ে দুইয়ে চার করেন ভক্তরা। সেটা যে কয়েকমাসে এভাবে সত্যি প্রমাণ হবে, তা মনে হয় অনেকেই ভাবতে পারেননি। হবু মা-বাবা সিদ্ধার্থ ও কিয়ারারজন্য অনেক শুভেচ্ছা।
কেকে/এএম