শনিবার, ১৮ অক্টোবর ২০২৫,
২ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
শিরোনাম: আইয়ুব বাচ্চুকে হারানোর ৭ বছর      শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন      শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত      জুলাই সনদ স্বাক্ষরের আগে সংঘর্ষ, ৯০০ জনের বিরুদ্ধে মামলা      জুয়া-পর্নোগ্রাফির বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক      যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান      এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল আজ      
জাতীয়
আইইবির উদ্যোগে সেমিনার ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১২ এএম
‘ডেভলোপিং ইন্টিগ্রেটেড মাল্টিমডাল ট্রান্সপোর্ট ইনফ্রাসট্রাকচার’ শীর্ষক সেমিনার ও মুক্ত আলোচনা। ছবি: প্রতিবেদক

‘ডেভলোপিং ইন্টিগ্রেটেড মাল্টিমডাল ট্রান্সপোর্ট ইনফ্রাসট্রাকচার’ শীর্ষক সেমিনার ও মুক্ত আলোচনা। ছবি: প্রতিবেদক

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর উদ্যোগে ‘ডেভলোপিং ইন্টিগ্রেটেড মাল্টিমডাল ট্রান্সপোর্ট ইনফ্রাসট্রাকচার’ শীর্ষক সেমিনার ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার রমনায় আইইবি সদর দফতর সেমিনার হলে এ সেমিনার ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। 

এছাড়া প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক. ড. এম. শামসুল হক। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আইইবির সহসভাপতি প্রকৌশলী খান মনজুর মোরশেদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘অপচয় ও দুর্নীতির সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। অধিকাংশ প্রকল্পে অপ্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ করতে হয়। এমন কোনো দিন নেই চার, পাঁচটা ভূ মি অধিগ্রহণের ফাইল স্বাক্ষর করতে হয় না। অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ভূমি অধিগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। আমাদের সাংস্কৃতিক দীনতা ও স্তুতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’

আইইবি প্রেসিডেন্ট এবং রাজউক (এস্টেট ও ল্যান্ড ) সদস্য প্রকোশলী রিয়াজুল ইসলাম রিজু বলেন, ‘আমরা যদি যোগ্যতা অর্জন করি তবে আমাদের কাজ আমরা অবশ্যই করতে পারবো। সংস্কার বিষয়ে স্টেক হোল্ডার হিসেবে জনগণের মতামত নিতে হবে। দেশের উপযোগি সংস্কার করতে হবে। যেকোনো সংস্কারের জন্য রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা ও সুচিন্তা সবার আগে প্রয়োজন।’

মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক. ড. এম. শামসুল হক তার বক্তব্যে বলেন, উন্নয়ন হবে সমন্বিত। আমাদের যোগযোগ ব্যবস্থার আধুনিকায়ন করতে সড়ক, রেল, নদী, বিমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে একটি ‘সুপার মিনিস্ট্রি’র অধীনে আনতে হবে। কারিগরি মন্ত্রণালয় এবং সংস্থার প্রধানের দায়িত্বে কারিগরি জ্ঞান সম্পন্ন ও সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞ ব্যক্তিদের পদায়ন নিশ্চিত করতে হবে। বিদেশী বিশেষজ্ঞ নয়, ধার করা জ্ঞানে নয়, নিজেদের জ্ঞানে ও অভিজ্ঞতায় আমাদের এগুতে হবে। অভিজ্ঞ ও স্বনামধন্য কারিগরি বিশেষজ্ঞের সমন্বয়ে প্ল্যানিং কমিশনের আমূল সংস্কার করতে হবে। তিনি ঢাকার সিটি করপোরেশনদ্বয় একীভূত করে একটি ‘মেট্রোপলিটন গভর্মেন্ট’ রুপান্তর করার পরামর্শও দেন। 

এছাড়াও তিনি রাজধানী স্থানান্তরের প্রয়োজনীয়তা উল্লেখ করে জনগণের মতামত নিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের  (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. বদরুজ্জামান, আমলাদের পদায়নের জন্য নতুন নতুন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা তৈরি থেকে বিরত থাকার পরামর্শ দেন। এছাড়া স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার ওপর জোর দেওয়ার পরমর্শ দেন রাজনৈতিক বিশেষজ্ঞ ও সদস্য, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ডা.জাহেদ উর রহমান। 

অধ্যাপক ড. প্রকৌশলী তানভীর মঞ্জুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জাহেদ উর রহমান, অধ্যাপক ড. এ. বি. এম. বদরুজ্জামান প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, প্রকৌশলী আশিক কাদির।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন, আইইবি’র নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রকৌশল সংস্থার প্রকৌশলীবৃন্দ।
আরও সংবাদ   বিষয়:  আইইবি   সেমিনার   মুক্ত আলোচনা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আলেমরা ঐক্যবদ্ধ হলেই দ্বীনি সমাজ ব্যবস্থা কায়েম হবে : পীর মধুপুর ‎
তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখাবে এজেন্টিক এআই!
নীলফামারীতে ড্রিমস জিকে’র মেধাবৃত্তি পরীক্ষা
স্বাস্থ্য সেবা নিশ্চিতে দক্ষ ফার্মাসিস্টের বিকল্প নেই
দত্তপাড়ার সাতানি জমিদার বাড়ি—অদেখা বাংলার এক অনন্য নিদর্শন

সর্বাধিক পঠিত

খোলা কাগজে সংবাদ প্রকাশের পর নিয়োগ পরীক্ষা স্থগিত
নাইক্ষ্যংছড়িতে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
খবর সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
বিদেশ পালানোর সময় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
বাঞ্ছারামপুরে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১০

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close