শরীয়তপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৯ এএম

ছবি : প্রতিনিধি
শরীয়তপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত বারোটার আগেই কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার নজরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধারা।
পরে জেলা বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন কালু।
এ ছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
কেকে/এএম