ওজনে কারচুপির অপরাধে শ্রীমঙ্গলে দুই পেট্রোল পাম্পকে জরিমানা
এহসানুল হক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫১ পিএম

ছবি : প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওজনে কারচুপির অপরাধে মেসার্স শামসুদ্দিন অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনকে ১০ হাজার এবং নাহার পেট্টল পাম্পকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে শহরের স্টেশন রোড ও মৌলভীবাজার রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি পেট্টল পাম্পকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ মুঠোফোনে জানান, আজ দিনব্যাপী শহরের বিভিন্ন পেট্টল পাম্পে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে স্টেশন রোডের শামসুদ্দিন এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন ও মৌলভীবাজার রোডের নাহার পেট্টল পাম্পে ‘ওজন পরিমাপ ও মানদন্ড আইন ২০১৮’ অনুযায়ী পরিমাণে কম জ্বালানি সরবারাহের অপরাধে এ দুটি পাম্পকে অর্থদণ্ড করা হয়।
অভিযান পরিচালনাকালে বিএসটিআই সিলেটের পরিদর্শক (মেট্টোলজি) মো. মঈন উদ্দিনসহ শ্রীমঙ্গল পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে পৃথক অভিযানে শ্রীমঙ্গল চৌমুহনা এলাকায় কৃষি জমি থেকে মাটিবাহী এক ট্রাক আটক করে অবৈধ মাটি জব্দ করা হয়।
এ সময় পরিবেশ সংরক্ষণ আইনে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর সংশোধনী আইনে অভিযুক্ত ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ।
কেকে/এএম