সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
প্রবাস
নবীর স্মৃতি ও সৌন্দর্যের শহর তায়েফ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১২:৫০ পিএম আপডেট: ৩০.০১.২০২৫ ১০:০৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সৌদি আরবে অবস্থিত ঐতিহাসিক নগরী তায়েফ। পবিত্র মক্কা নগরী থেকে যার দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এ শহরটি পুরোপুরি পাহাড়ের ওপর গড়ে উঠেছে। মক্কা থেকে তায়েফ যেতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। মক্কার ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তুলনায় তায়েফের মনোরম আবহাওয়ায় গড় তাপমাত্রা থাকে মাত্র ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াস।

তায়েফ ইতিহাসের পাতায় আলোচিত নানা কারণে। নবী করিম (সা.)-এর দুধমাতা হযরত হালিমা সাদিয়ার বাড়ি এ তায়েফে অবস্থিত। নবুওয়ত প্রাপ্তির পর রাসূলুল্লাহ (সা.) ইসলাম প্রচারের উদ্দেশ্যে মক্কা থেকে তায়েফ গিয়েছিলেন। তবে তায়েফবাসী ইসলাম গ্রহণ না করে নবীজিকে অত্যাচার ও নিগ্রহ করে। সেখানে তিনি প্রায় ১০ দিন অবস্থান করেন এবং নানা নির্যাতনের শিকার হন। এরপরও নবী করিম (সা.) তায়েফবাসীর জন্য দোয়া করেন।












তায়েফ মূলত কৃষিপ্রধান অঞ্চল। এ শহর বিখ্যাত রবি শস্য এবং ফল-ফলাদির জন্য। আঙ্গুর, কমলা, আনারসহ নানা দামি ফল তায়েফে উৎপন্ন হয়। তায়েফের আঙ্গুর বিশেষভাবে জনপ্রিয়। এ ছাড়া তায়েফে উৎপাদিত সবজি সৌদি আরবের চাহিদার প্রায় ৩০ শতাংশ পূরণ করে। এসব উৎপাদনে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তায়েফে অবস্থিত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর মসজিদ শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান। তিনি ছিলেন ‘রাইসুল মোফাচ্ছেরিন’ অর্থাৎ তাফসিরবিদদের নেতা। খলিফা হযরত ওমর (রা.) কুরআন ও হাদিসের কোনো জটিলতার ক্ষেত্রে তাঁর পরামর্শ গ্রহণ করতেন। মসজিদ সংলগ্ন একটি লাইব্রেরি রয়েছে, যেখানে প্রাচীন অনেক কিতাব সংরক্ষিত আছে। তবে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয়।







হযরত আলী (রা.)-এর মসজিদ এবং এর সামনের বিখ্যাত বুড়ির বাড়িটিও তায়েফের আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এই বাড়ির পাশেই ছিল একটি বড়ই গাছ, যেখানে নবী করিম (সা.) নামাজ পড়তেন। বুড়ি সেখানে কাঁটা দিয়ে নবীজিকে কষ্ট দিতেন। এই বাড়িটি এখনো ঐতিহ্যবাহী সাদামাটির অবস্থায় সংরক্ষিত। এর পেছনে অবস্থিত পাহাড়ে একটি বিশাল ঝুলন্ত পাথর রয়েছে, যা ফেরেশতারা তায়েফবাসীর ওপর ফেলার প্রস্তাব করেছিলেন।









তায়েফ শহর সাজানো-গোছানো, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। শহরের প্রবেশপথে ওকাজ এলাকায় রয়েছে বিশাল ফলমূলের দোকান, বাচ্চাদের খেলার মাঠ এবং ভাড়ায় উটে চড়ার ব্যবস্থা। এ ছাড়া তায়েফে রয়েছে চমৎকার পার্ক, রিসোর্ট, স্কুল, হাসপাতাল, মসজিদ আল কুহ, মসজিদে আদমসহ বেশ কিছু দৃষ্টি নন্দন স্থান।

বলা যায়— তায়েফ শুধু ঐতিহাসিক স্মৃতির শহর নয়, এটি প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক সুযোগ-সুবিধা এবং ইসলামের গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর জন্যও বিশেষভাবে পরিচিত।

লিখেছেন : রাজিব আল আরাফাত, তায়েফ (সৌদি আরব) থেকে ফিরে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  পবিত্র মক্কা নগরী   তায়েফ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close