আখাউড়ায় ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী ব্যবসায়ী গ্রেফতার
শফিকুল ইসলাম রনি, আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ১:৩৮ পিএম

মাদক ব্যবসায়ী দুই নারী । ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন হাজার আটশ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাম্মৎ ফাতেমা আক্তার (৩২) ও মমোসাম্মৎ হাসিনা বেগম (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ী নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোগড়া উচ্চবিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার ওপর হতে তাদের গ্রেফতার করা হয়।
একই রাতে সুলতানপুর টু আগরতলা বাইপাস সড়কের কলেজপাড়া সোহেল মিয়ার চায়ের দোকানের সামনে হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ খলিল মিয়া (৩৫) নামে এক ছেঁচড়া ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী দুই নারীরা হলেন, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শিবনগর গ্রামের মোঃ তাজুল ইসলাম এর স্ত্রী মোসাম্মৎ হাসিনা বেগম (৩৫) ও একই গ্রামের মোঃ সাগর মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৩২) এবং ছেঁচড়া ব্যবসায়ী মো. খলিল মিয়া একই এলাকার আইড়ল (বাগান-বাড়ি)গ্রামের মৃত রফিক ফকিরের ছেলে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এক গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মো. ওয়াসিম বিল্লাহ, এ.এস.আই মো. ইকবাল হোসাইন সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম মোগড়া উচ্চবিদ্যালয় এলাকায় চলাচলরত গাড়ীতে তল্লাশী এসময় ফাতেমা ও হাসিনা নামের ওই দুই নারীকে ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এবং গ্রেফতারকৃত দুই নারীর বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
কেকে/এমএস