দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে দেলোয়ার প্রধান (৪৩) নামে বাংলাদেশি এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আড়াইটার দিকে গুলির ঘটনা ঘটে।
দেলোয়ার কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব কাউয়াদি গ্রামের। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি ছোট।
নিহতের বড় ভাই রশিদ প্রধান গণমাধ্যমকে বলেন, ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন দেলোয়ার প্রধান। সেখানে ব্যবসা করতেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আফ্রিকান এক যুবক দোকান থেকে পণ্য কেনার পর দেলোয়ার প্রধানের পেটে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, এ বিষয়ে এখনও আমাকে কেউ জানায়নি। খোঁজ নেওয়া হবে।
কেকে/এমআই