নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে স্কুল শিক্ষিকাকে মারধরের অভিযোগ
শাহজাহান শাজু, নিয়ামতপুর (নওগাঁ)
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ২:৫৮ পিএম আপডেট: ২৮.১২.২০২৪ ৩:০২ পিএম

ছবি: প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জের ধরে স্কুল শিক্ষিকা ও তার বাবাকে মারধরের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে (২৪ডিসেম্বর) গত মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর মধ্যেপাড়া গ্রামে।
এজাহার সুত্রে জানা য়ায়, হোসেন আলী ও তার মেয়ে স্কুল শিক্ষিকা রেশমিকার সাথে দীর্ঘদিন যাবত তার আপন চাচাতো ভাই শামসুদ্দিনের জমি জমা নিয়ে বিরত চলে আসছিল।
সেই বিরোধের জের ধরেই হোসেন আলী ও তার কন্যা রেশমিনারাকে একা পেয়ে শামসুদ্দিন ও তার লোকজন দেশীয় অস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে মারধর করে।
এ ঘটনায় ভুক্তভোগী স্কুল শিক্ষিকা রেশমিনারা বলেন, দীর্ঘদিন যাবত তার চাচা শামসুদ্দিনের সাথে তাদের জমি জমা নিয়ে বিরোধ চলছে। গত ২৪ তারিখ সকালে আমাকে একা পেয়ে শামসুদ্দিনের হুকুমে, জাহিদুল বঠি দিয়ে আমার মাথায় কোপ দেয়। ঘটনার খবর পেয়ে আমার বাবা আমার কাছে আসলে আমার বাবা কেউ মাথায় বাড়ি দিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় অপরাধীদের দৃষ্টান্ত শাস্তির দাবি করেন ভুক্তভোগী স্কুল শিক্ষিকা রেশমিনারা।
বর্তমানে রেশমিনারের বাবা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হোসেন আলীর ছেলে শাহিন আলম নিয়ামতপুর থানায় একটি এজাহার দায়ের করেন।
নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ এবিএম জাহাঙ্গীর কবির নিশ্চিত করে বলেন, তারা ওইদিন হাসপাতালে আসেন। হোসেন আলীর উন্নত চিকিৎসার জন্য রামেক পাঠানে হয়েছো। রেশমিনারা চিকিৎসা নিয়ে হাসপাতালে ভর্তি চিলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এজাহার পেয়েছি এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এআর