যশোরের চৌগাছায় আলোচিত গৃহবধু রাবেয়া বেগম (৪০) হত্যা মামলার প্রধান আসামী তামিম হোসেনকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে চৌগাছা শহরের মাছ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, সকালে চৌগাছা বাজার জামে মসজিদ এলাকায় তামিমকে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াতে দেখা যায়, এবং জনতা তাকে আটক করে হালকা উত্তম মাধ্যম দেয়। তামিম পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করে।
এ ঘটনায় নিহত রাবেয়া বেগমের স্বামী রবিউল ইসলাম বাদী হয়ে তামিম হোসেনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তামিমকে আটক করে।
ঘটনার সূত্রে জানা যায়, ১০ ডিসেম্বর রাবেয়া বেগম নিখোঁজ হন, এবং দুই দিন পর তার মৃতদেহ একটি টিউবওয়েলের ময়লাযুক্ত পানির গর্ত থেকে উদ্ধার করা হয়। নিহতের মেয়ে তানজিলা খাতুন জানান, মা প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে কথা বলতে গিয়েছিলেন, এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরবর্তীতে মায়ের ব্যবহৃত টর্চ লাইট ও জুতা পাওয়া যায়, এবং তদন্তের পর মায়ের মৃতদেহ উদ্ধার হয়।
রবিউল ইসলাম, নিহতের স্বামী, অভিযোগ করেন যে, পূর্ববিরোধের কারণে তামিম হোসেন এই হত্যাকান্ড ঘটিয়েছে। ঘটনার পর থেকে তামিম পলাতক ছিল, তবে শুক্রবার তাকে আটক করা হয়। চৌগাছা থানার ওসি পায়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন যে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেকে/এএম