বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫,
২০ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: আন্দোলনরত শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা      রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসিকে তফসিল দেওয়ার আহ্বান নাহিদের      খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা      অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে : উপদেষ্টা ফরিদা      প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে ফোন রেজিস্ট্রেশন করতে হবে      এভারকেয়ারের পাশে সেনা-বিমান বাহিনীর মহড়ায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ      শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর      
প্রিয় ক্যাম্পাস
অব্যাহতি দেয়া সেই মেহেদী কেন্দ্রীয় ছাত্র সংসদের ব্যানারে— ক্ষুব্ধ শিক্ষার্থীরা
গবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৯:৩৭ পিএম

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ৪র্থ ছাত্র সংসদ প্রতিনিধিদের (গকসু) অভিষেক অনুষ্ঠানের ব্যানারে সম্প্রতি র‍্যাগিং এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে সংসদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ প্রতিনিধি মেহেদী হাসানের ছবি থাকায় এ নিয়ে শিক্ষার্থী মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

গত বুধবার (২৬ নভেম্বর) র‍্যাগিংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মেহেদী হাসানকে সাময়িক অব্যাহতি দেয় কেন্দ্রীয় সংসদ। ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) মো. রায়হান খান স্বাক্ষরিত এক নির্দেশে এ তথ্য জানানো হয়। 

এর আগে, আইন বিভাগের শিক্ষার্থী শের আলীকে মেসে ডেকে র‍্যাগিংয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৮ শিক্ষার্থীকে সাময়িক ভাবে বহিষ্কার করেন, তাদের মধ্যেই একজন গকসু অনুষদ প্রতিনিধি মেহেদী হাসান।

বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করার আগেই গকসুর ভিপি ঘোষণা করেন মেহেদীর দোষ প্রমাণিত হলে তাকে অব্যাহতি দেওয়া হবে। সাময়িক ভাবে বহিষ্কার করার পর তাকে গকসু থেকে ও‌ সাময়িক অব্যাহতি দেয়া হয়।

আগামী রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে গকসু'র অভিষেক অনুষ্ঠান। তবে এ উপলক্ষে তৈরিকৃত ব্যানারে ঐ প্রতিনিধির ছবিও সংযুক্ত থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা।

আইন বিভাগের শিক্ষার্থী তানিসা ফারিন বলেন, 'যার বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাময়িক বহিষ্কার করা হয়েছে, তার ছবি কেন বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ব্যানারে রাখা হলো। এই ঘটনা শুধু ভুক্তভোগী শের আলির প্রতি নির্মম অবহেলা নয় বরং বিশ্ববিদ্যালয়ের নীতি, বিচারপ্রক্রিয়া ও আইনি অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। একজন অভিযুক্ত ব্যক্তিকে সাময়িক বহিষ্কারের পরও সম্মানজনক প্রতিনিধিত্ব দেওয়া হলে তা ভুক্তভোগীর মানসিক নিরাপত্তা, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বিশ্ববিদ্যালয়ের নৈতিক অবস্থানের প্রতি স্পষ্ট অবমাননা।'

এ বিষয়ে গকসুর ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ানের কাছে জানতে চাইলে তিনি জানান, তাকে (মেহেদী) অব্যাহতি দেওয়ার ৭ দিন পূর্বেই ব্যানার তৈরির অর্ডার হয়। সময় স্বল্পতার কারণে সেটি পরিবর্তন করা সম্ভব হয়নি। সাদা কাপড় দিয়ে ব্যানারে তার ছবি ঢেকে দেওয়ার প্রস্তাব থাকলেও ব্যানারের সৌন্দর্য নষ্ট হতে পারে তাই তা করা হয়নি। তার ছবি ব্যানারে থাকলেও তাকে সংবর্ধনা দেয়া হবে না এবং অনুষ্ঠানেও উপস্থিত থাকবে না।

গকসু'র জিএস মো. রায়হান খান বলেন, কলা ও সমাজিক বিজ্ঞান অনুষদের প্রতিনিধি মেহেদী হাসানকে অব্যাহতি দেওয়ার পরেও গকসুর অভিষেক অনুষ্ঠানের ব্যানারে তার ছবিটি আসার কারণ ব্যানারটি তাকে অব্যাহতি দেওয়ার আগে বানানো। তাই ব্যানার থেকে ছবিটি সড়ানো সম্ভব হয়নি। তবে চেষ্টা করা হচ্ছে এটির যথাযথ সমাধানের।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “গকসু'র অভিষেক ব্যানারে র‍্যাগিংয়ের অভিযোগে অব্যাহতি পাওয়া মেহেদীর ছবি নিয়ে প্রশাসন অবগত না। যা করেছে সংসদ করেছে।”

উল্লেখ্য, মেহেদী হাসান গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৮ তম ব্যাচের শিক্ষার্থী। 

কেকে/লআ 
আরও সংবাদ   বিষয়:  গণ বিশ্ববিদ্যালয়   কেন্দ্রীয় ছাত্র সংসদ   শিক্ষার্থীরা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হামজা-শমিতদের ম্যাচ থেকে ৪ কোটির বেশি আয় বাফুফের
পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার
চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
দশমিনায় মৎস্য মেরিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সর্বাধিক পঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে প্রার্থনা সভা
সাভারে টিভি সাংবাদিকদের সংগঠন টিআরসি'র আত্মপ্রকাশ
ফটিকছড়িতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান
চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
বিএনপি নেতার পুকুরে বিষপ্রয়োগ

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close