ইস্পাহানি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে শিরোপা অভিযানের সূচনা করেছে গণ বিশ্ববিদ্যালয় (গবি)।
শুক্রবার (২৮ নভেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে ৪৬টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এবারের প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দিনের প্রথম ম্যাচেই মুখোমুখি হয় গণ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে গবি। ধাপে ধাপে চাপ বাড়ালেও নির্ধারিত সময়ে গোল পায়নি কোনো দল। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আরও আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়ে গবি ৪–৩ গোলের ব্যবধানে ঢাবিকে পরাজিত করে উদ্বোধনী জয় নিশ্চিত করে।
পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও অন্যান্য পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান ফুটবলার ও ক্রীড়া ব্যক্তিত্ব আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, শফিকুল ইসলাম মানিক, বিপ্লব ভট্টাচার্য, আলফাজ আহমেদ, মামুনুল ইসলাম মামুন, জাহিদ হাসান, তপু বর্মণ ও রাকিব হোসাইন রনি।
আরও উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের বিপণন মহাব্যবস্থাপক ওমর হান্নান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিরেক্টর অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স ড. সৈয়দ মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।
অনুষ্ঠানে জাতীয় দলের ফুটবলার তপু বর্মণ বলেন, “প্রথমবার এই টুর্নামেন্টে এসে খুব ভালো লাগছে। ইস্পাহানি–প্রথম আলোকে ধন্যবাদ। ড্যাফোডিলের এত সুন্দর মাঠ, সত্যি আমি অভিভূত।”
স্বাগত বক্তব্যে টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু বলেন, “দিন দিন টুর্নামেন্টের পরিধি বাড়ছে। দ্বিতীয় আয়োজন শেষে আয়োজকেরা বলেছিল, পরেরবার টুর্নামেন্টের পরিধি আরও বাড়বে, সেটি বেড়েছে। আশা করি ভবিষ্যতে আরও বেশি দল অংশ নেবে।”
ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন) ওমর হান্নান বলেন, “টুর্নামেন্টের আবেদন ক্রমেই বাড়ছে। আশা করি, আগামী বছর ভেন্যু ও দল আরও বাড়বে। আমরা যে লক্ষ্য নিয়ে প্রথম আলোর সঙ্গে টুর্নামেন্ট শুরু করেছিলাম, সেই লক্ষ্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে এটি আরও এগিয়ে নিতে চাই।”
এদিকে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে ম্যাচসেরার স্বীকৃতি পান গবির গোলরক্ষক রাহুল হোসেন। তার হাতে পুরস্কার তুলে দেন আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, আলফাজ আহমেদ, বিপ্লব ভট্টাচার্য, জাহিদ হাসান এমিলি, মামুনুল ইসলাম ও ইস্পাহানি গ্রুপের বিপণন উপমহাব্যবস্থাপক এইচ এম ফজলে রাব্বি।
কেকে/ আরআই