বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫,
২০ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার      কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির দুই সেনা কর্মকর্তা      অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ : আপিল বিভাগ      রাজনীতিতে ফেরা কঠিন আ.লীগের      জোটের রাজনীতিতে পিছিয়ে বিএনপি      ব্যবসায়ীদের দাপটে দর্শক সরকার       আন্দোলনরত শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা      
দেশজুড়ে
ঈশ্বরদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ আহত শতাধিক
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১:০৬ পিএম আপডেট: ২৮.১১.২০২৫ ১:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৫টায় ঈশ্বরদী উপজেলার প্রত্যন্ত গ্রাম চরগড়গড়ির যগির মোড়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডলসহ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, বিকালে পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তালেব মণ্ডল দেড় শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে সাহাপুর ইউনিয়নের রহিমপুর বটতলা থেকে চরগড়গড়ি আলহাজ মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় যগির মোড় এলাকায় জামায়াতের মিছিল পৌঁছালে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহা. সাইদুল ইসলাম জানায়, বুধবার (২৬ নভেম্বর) চরগড়গড়ি গ্রামের জামায়াতের রুকন (সদস্য) ডা. ইকবাল হোসেনকে মারধর করেন পাবনা-৪ আসনের বিএনপি’র প্রাথমিক মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থক সাহাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধা ও তার লোকজন। 

এর প্রতিবাদে বৃহস্পতিবার (২৭ নবেম্বর) বিকালে চরগড়গড়ি এলাকায় জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে যাওয়ার পথে চরগড়গড়ির যগির মোড়ে মক্কেল মৃধার লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। 

সাহাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রমজান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জামায়াতের মোটরসাইকেল বহর থেকে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। এ সময় জামায়াত নেতা-কর্মীরা ৪০ রাউন্ডের বেশি গুলিবর্ষণ করেন। এ ঘটনায় বিএনপি’র অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। রূপপুর গ্রিন সিটি মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আসাদুজ্জামান বলেন, ‌‘আমি ঘটনাস্থলে পৌঁছে দেখি আগুন নিয়ন্ত্রণে এসেছে। কয়েকটি পুড়ে যাওয়া মোটরসাইকেল দেখতে পাই।’

এ বিষয়ে জানতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আব্দুর নূরের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

এ বিষয়ে পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ‘জামায়াত একটি মিথ্যাবাদী ও ষড়যন্ত্রকারী দল। তারা ঐ এলাকায় গিয়েছিল বিশৃঙ্খলা সৃষ্টি করতে। তারা সেখানে অস্ত্রসহ গিয়ে গোলযোগ শুরু করে। পরে জনরোষের শিকার হয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এর আগেও জামায়াত আমার নামে মিথ্যাচার করেছে এবং সেগুলো ভুল প্রমাণিত হয়েছে। এবারো তাদের মিথ্যাচার প্রকাশ্যে আসবে এবং ভুল প্রমাণিত হবে।’

কেকে/বি

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
নতুন দুই ছানা পেল ছানা হারানো মা কুকুর
খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার
নারায়ণগঞ্জে ডাকাতচক্রের দুই হোতা গ্রেফতার
তাড়াশে পরকীয়ার জেরে প্রেমিককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

সর্বাধিক পঠিত

চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
দশমিনায় মৎস্য মেরিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
মহম্মদপুরে মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
চুয়াডাঙ্গায় অবৈধভাবে জৈব সার মোড়কীকরণে জরিমানা
পাটগ্রাম সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close