চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিমের মানবিক উদ্যোগে আবারও আয়োজন করা হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার ঘাটচেক এলাকায় শুরু হওয়া এই ক্যাম্পে সকাল থেকেই চিকিৎসা সেবার জন্য ভিড় জমাতে থাকেন এলাকার সাধারণ মানুষ। দিনজুড়ে ২ হাজারেরও বেশি রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
উদ্বোধনকালে ডা. এটিএম রেজাউল করিম বলেন, “রাঙ্গুনিয়ার প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের অঙ্গীকার। এই উদ্যোগ আজকের মধ্যেই সীমাবদ্ধ নয়—আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে আরও বিস্তৃত আকারে এ কার্যক্রম চলবে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু, নারী ও বয়স্কদের জন্য আলাদা পরামর্শক টেবিল, বিনামূল্যে ওষুধ বিতরণ, রক্তচাপ ও সুগার পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় রেফারেন্স সেবার ব্যবস্থা ছিল।
এর আগে সকালে তিনি ইছাখালী নুরজাহান ক্লাবের দ্বিতীয় তলায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন করেন। আর বিকেল জুড়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন তিনি।
কেকে/লআ