সারাদেশে ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা ও ৫ কোটি কৃষকের ভোগান্তি দূর করতে খুচরা সার বিক্রেতাদের আইডি বহাল এবং টিও লাইসেন্স বহালের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষক ও খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের নেতারা।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে প্রতিবাদ জানান জেলার বিভিন্ন উপজেলার কৃষক ও সার বিক্রেতারা।
তাদের দাবি, কৃষি মন্ত্রণালয় খুচরা সার বিক্রি বন্ধে স্থগিতাদেশ জারি করায় প্রান্তিক কৃষকরা ভোগান্তিতে পড়বে। ফলে কৃষি ও শীতকালীন ফসল উৎপাদনে হাতের নাগালে সার না পেলে হুমকির মুখে পড়বে সাধারণ কৃষক।
জেলার বিভিন্ন উপজেলার যৌথ উদ্যোগে নগরীর কান্দিরপাড় এসে অ্যাসোসিয়েশনের নেতারা ঐক্যবদ্ধ হয়ে খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড ও টিও লাইসেন্স বহাল রেখে সাধারণ কৃষকের দোরগোড়ায় সেবা দিতে কৃষি মন্ত্রণালয়ের স্থগিতাদেশ বাতিলের দাবি জানান।
তাদের দাবিতে ঐক্যমত প্রকাশ করে কৃষক আবুল হাসান বলেন, “সাধারণ কৃষক তার ফসল ফলনে খুচরা সারের প্রয়োজন হলে খুচরা সার বিক্রেতাদের কাছে গিয়ে নিতে পারেন, ডিলাররা কখনো খুচরা সার বিক্রি করেন না। এতে করে প্রান্তিক কৃষকরা চাষাবাদ থেকে সরে দাঁড়াবে। ফলে কাঁচা বাজার ও বিভিন্ন কৃষি পণ্যের দাম বৃদ্ধি হয়ে হুমকির মুখে পড়বে সাধারণ মানুষ।”
এর আগে গত রোববার লালমাই উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ শেষে কৃষি সচিব বরাবর লালমাই উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হায়াতুন নবী মিয়াজি, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শওকত আহমেদ পাবেলসহ আরও অনেকে।
কেকে/ আরআই